ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

এখন থেকে সব সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা পাবেন: বিএফইউজে ভারপ্রাপ্ত সভাপতি

দেশবার্তা

আমাদের বার্তা,ঝালকাঠি

প্রকাশিত: ১৯:২৫, ৭ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

এখন থেকে সব সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা পাবেন: বিএফইউজে ভারপ্রাপ্ত সভাপতি

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন বলেছেন, বিগত ফ্যাসিবাদের আমলে অনেক অসচ্ছল সাংবাদিক অসুস্থ হয়েও কল্যাণ ট্রাস্ট থেকে কোনো সহায়তা পাননি। আমরা আশা করি, এই বৈষম্য আর থাকবে না। সব সাংবাদিকরাই কল্যাণ ট্রাস্টের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুর রহমান শাহিন বলেন, আমরা সাড়ে ১৫ বছর রাজপথে আন্দোলন করেছি। আমাদের রুহুল আমিন গাজী ভাইকে ফ্যাসিবাদী সরকার সাড়ে ১৭ মাস জেল খাটিয়ে হত্যা করেছে। এছাড়া আমাদের আরো ৫ জন সাংবাদিক ভাইকে হত্যা করা হয়েছে। কিন্তু যার বিনিময়ে স্বাধীনতা অর্জন করা হয়েছে তার সুফল আমরা পাচ্ছি না। কারণ যে যেখানে আগে ছিলো তারা আজও সেখানেই বসে আছে।

ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সভাপতি অ্যাড. আক্কাস সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিএফইউজে ও ডিইউজের প্রধান নির্বাচন কমিশনার কায়কোবাদ মিলন, বিএফইউজের সাবেক সহ-সভাপতি রাশিদুল ইসলাম, কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. শাহাদাত হোসেন, বিএফইউজের দপ্তর সম্পাদক আবু বকর, জেলা জামায়াতের সেক্রেটারী ফরিদুল হক, বিএফইউজের নির্বাহী সদস্য শাহীন হাসনাত, আবু হানিফ, দৈনিক দূরযাত্রা সম্পাদক জিয়াউল হাসান পলাশ, ঝালকাঠি প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান প্রমুখ।

জনপ্রিয়