ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

চাটখিল থানা থেকে লুট হওয়া ৫৭৬ বুলেট উদ্ধার

দেশবার্তা

আমাদের বার্তা, নোয়াখালী

প্রকাশিত: ১৭:৫২, ৮ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

চাটখিল থানা থেকে লুট হওয়া ৫৭৬ বুলেট উদ্ধার

নোয়াখালীর চাটখিল থানা থেকে লুট হওয়া ৫৭৬টি বুলেট উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ডিসেম্বর)  বিকেল ৪টার দিকে চাটখিল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দশনী টগবা ব্রিজ সংলগ্ন খাল থেকে বুলেটগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের দশনী টগবা রণখোলা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে রণখোলা ব্রিজের নিচে খাল থেকে ৫৬৬টি চায়না রাইফেলের বুলেট, ১টি ম্যাগাজিন ও ১টি ওয়্যারলেস ব্যাটারি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দশনী টগবা রণখোলা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় রণখোলা ব্রিজের নিচে খাল থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৬৬টি চায়না রাইফেলের বুলেট, ১টি ম্যাগাজিন ও ১টি ওয়্যারলেস ব্যাটারি উদ্ধার করা হয়।

জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর চাটখিল থানায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট হয়।

জনপ্রিয়