জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেছেন, একইদিনে জাতীয় ও ইউপি নির্বাচন হলে আর কেউ বুথ দখল করতে পারবে না। এছাড়া ইউপি নির্বাচনের পদ্ধতি বদলে মেম্বারদের ভোটে চেয়ারম্যানদের নির্বাচিত করা যায় কিনা সেটিও চিন্তা ভাবনা করা হচ্ছে।
আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, জনপ্রশাসনকে সংস্কার করতে হলে জনগণের মতামত নিতে হবে। তা না হলে সেটি শুধুমাত্র একাডেমিক হবে, কিন্তু বাস্তবসম্মত হবে না।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এসময় আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, জনপ্রশাসনে অনেক লোক নিয়োগের প্রবণতা থেকে বের হয়ে কম লোক দিয়ে চালানো সম্ভব। আইনশৃঙ্খলা রক্ষার কাজে প্রয়োজনে পুলিশের জনবল বৃদ্ধি করার পরামর্শ দেয়া হবে।
সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে সেবার মান বৃদ্ধিসহ জবাবদিহিতার বিষয়ে জোর দেয়ার কথা বলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান। তিনি বলেন, ‘জনপ্রশাসনকে সংস্কার করতে হলে জনগণের মতামত নিতে হবে। তা না হলে সেটি শুধুমাত্র একাডেমিক হবে কিন্তু বাস্তবসম্মত হবে না।’
সকালে ফরিদপুর জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে জনপ্রশাসন সংস্কার কমিশসনের মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সদস্য সচিব ড. মো. মোখলেস উর রহমান, সদস্য ডা. সৈয়দা শাহীনা সোবহান, সদস্য ফিরোজ আহমেদ।
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরের নানা সংস্কারের প্রস্তাবসহ শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, ঘুষ বাণিজ্য বন্ধ করা ও প্রশাসনের সকল স্তরে সেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় জেলার সামাজিক, সাস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।