রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন। শুক্রবার (২১ অক্টোবর) সকাল থেকে তারা চিকিৎসাসেবা দেবেন।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে রামেক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ইমরান হোসেন এ কথা জানান।
তিনি বলেন, বুধবার সন্ত্রাসীরা ডাক্তারদের ওপর হামলা চালায়। ডাক্তারদের খুঁজে খুঁজে মারার চেষ্টা করে। ফলে ডাক্তাররা নিরাপত্তা বিবেচনায় নিয়ে ডিউটি থেকে বিরত থাকি।
তবে, রোগীদের কথা বিবেচনা এবং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর নিরাপত্তা নিয়ে আস্বস্ত হওয়ায় কাজে ফিরছি। শুক্রবার থেকে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হবে। তবে জরুরি চিকিৎসা শুরু হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীরা গ্রেফতার না হলে শনিবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে কঠোর আন্দোলনে যাওয়া হবে।
আলোচনার বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, আমরা তাদের বুঝাতে সক্ষম হয়েছি। তারা আজ জরুরি চিকিৎসাসেবা দেবে। কাল থেকে পুরোপুরি কাজে ফিরবে।