ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৬ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আ*হত ২০

দেশবার্তা

আমাদের বার্তা, খাগড়াছড়ি

প্রকাশিত: ১২:৩৯, ১৯ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আ*হত ২০

খাগড়াছড়িতে ঢাকা থেকে খাগড়াছড়িগামী পর্যটকবাহী বাস উল্টে ২০ জন পর্যটক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, বুধবার রাতে ঢাকা থেকে ঢাকা ট্যুর গ্রুপের অ্যারেঞ্জমেন্টে গোমতি গোল্ডেন এক্সপ্রেস গাড়ি সাজেকের উদ্দেশ্যে ৪০ জন যাত্রী নিয়ে রওনা হয়। বৃহস্পতিবার ভোরে খাগড়াছড়ি আলুটিলা পুনর্বাসন এলাকায় পৌঁছলে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এতে ২০ জন যাত্রী আহত হন। তারা সবাই রাজবাড়ীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার বাসিন্দা।

খাগড়াছড়ির ট্রাফিক পুলিশের পরিদর্শক সমুন জাহিদ বলেন, “আমার ধারণা চালক ঘুমিয়ে পড়েছিল। এতে বাসটি পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে অন্তত ২০ জনের মতো আহত হয়েছে।”

তিনি আরো জানান, সড়কে গাড়ি উল্টে থাকায় সড়কের উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস ইউনিট কাজ শুরু করলে দুর্ঘটনার ১ ঘণ্টা পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আহতদের পুলিশ. ফায়ার সার্ভিসের কর্মীরা, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়ে দেন। আহতরা সকলে সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক মো. মীর মোশারফ হোসেন জানান, আহদের সবাইকে চিকিৎসা দেয়া হচ্ছে। ২/৩ জন রোগী ছাড়া কেউ বড় ধরনের আহত হননি। সবাই খাগড়াছড়ি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফিরতে পারবেন বলেও জানান তিনি।
 

জনপ্রিয়