ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৬ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

টঙ্গীতে ব্রিজ ভেঙে নদীতে ট্রাক

দেশবার্তা

আমাদের বার্তা, গাজীপুর

প্রকাশিত: ১১:৫৩, ২১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১২:০২, ২১ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

টঙ্গীতে ব্রিজ ভেঙে নদীতে ট্রাক

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের উপর বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক পানিতে পড়ে গে‌ছে। শনিবার (২১ ডিসেম্বর) ভোরে পৌনে ৩টায় টঙ্গী বাজার এলাকায় তুরাগ ন‌দে এ ঘটনা ঘ‌টে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়‌নি।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, তুরাগ নদের উপর বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক পানিতে পড়ে গে‌ছে। এতে কেউ হতাহতের হয়‌নি। ঘটনার পরপরই চালক গাড়ি রেখে পালিয়ে গেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. লিয়াকত আকবর জানান, টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি ফ্লাইওভার ও নিচ দিয়ে দুই লেনে দুইটি ব্রিজ রয়েছে। দুইটি ব্রিজের মধ্যে ময়মনসিংহগামী ব্রিজটি ভেঙে পড়েছে। পাথর বোঝাই ট্রাকটি ধারণক্ষমতার অতিরিক্ত ভার নিয়ে ওঠায় ব্রিজটি ভেঙে পড়ে।

তিনি আরো বলেন, এ সময় ট্রাকচালক সামান্য আহত হয়েছেন জানা গেলেও ঘটনাস্থলে তাকে পাওয়া যায়নি। তবে ওই পথে চলাচলকারী যানবাহন ফ্লাইওভার ও কামারপাড়া সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

এদিকে, ভোগান্তি এড়াতে বিকল্প পথে চলার অনুরোধ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও একটি পোস্ট দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

তাতে বলা হয়েছে, “সম্মানিত যাত্রীবৃন্দ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী টঙ্গীস্থ বেইলি ব্রিজটি আজ ভোরে ভেঙে গিয়েছে। এ পথে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্নুগেইট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।”

এ বিষয়ে বক্তব্য জানতে গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী কেএম শরিফুল আলমের মোবাইলে একাধিকবার ফোন দেয়া হয়। কিন্তু তিনি তা রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
 

জনপ্রিয়