ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ , ১০ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা: গ্রেফতার ৫ আসামিকে আদালতে সোপর্দ

দেশবার্তা

আমাদের বার্তা, কুমিল্লা

প্রকাশিত: ১৮:৫৪, ২৪ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৯:৪৮, ২৪ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা: গ্রেফতার ৫ আসামিকে আদালতে সোপর্দ

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে জুতার মালা পরিয়ে হেনস্থা করার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে দুপুরে তাদেরকে সিআরপিসির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম. আক্তার উজ জামান ৫ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হচ্ছেন, চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা গ্রামের ইসমাইল হোসেন মজুমদার (৪৩), মো. জামাল উদ্দিন মজুমদার (৫৮), ইলিয়াছ ভূঁইয়া (৫৮), কুলিয়ারা মসজিদের ঈমাম ও নাঙ্গলকোট উপজেলার রায়কোট গ্রামের আবুল কালাম আজাদ (৪৮) ও চাঁদপুর জেলা সদরের ইমতিয়াজ আব্দুল্লাহ সাজ্জাদ (১৯)।

ওসি জানান, এ ঘটনায় থানায় এখনও কোনো মামলা না হওয়ায় গ্রেফতারদের ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ দেখে ওই ৫ ব্যক্তিকে শনাক্ত করা হয়েছিল। অপর আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে অভিযান চালাচ্ছে।

এদিকে একটি বহুল আলোচিত ও চাঞ্চল্যকর ঘটনায় সরাসরি জড়িত গ্রেফতার আসামিদের ৫৪ ধারায় আদালতে সোপর্দ করার বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন কুমিল্লা আদালতের পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকু। তিনি মঙ্গলবার সন্ধ্যায় সমকালকে বলেন, ৫৪ ধারায় এমন ঘটনার আসামিদের আদালতে সোপর্দ করার আগে পুলিশকে আরও সতর্ক হওয়ার প্রয়োজন ছিল। ভিকটিম কিংবা তার পরিবারের সদস্যরা মামলা করতে আগ্রহী না হলেও পুলিশ বাদী হয়ে এ বিষয়ে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করতে পারত।

কুমিল্লা আদালতের পরিদর্শক মজিবুর রহমান বলেন, গ্রেফতার ৫ জনের আজ জামিন শুনানি হয়নি। আগামী বৃহস্পতিবার জামিন শুনানি হবে। পরে আসামিদের জেল হাজতে পাঠানো হয়।

এদিকে ওই মুক্তিযোদ্ধার ছেলে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া বিপ্লব সমকালকে বলেন, আজ বিকেল সাড়ে ৩টার দিকে ফেনীর আদালতের এক আইনজীবীর চেম্বার থেকে মামলার কাগজপত্র তৈরি করে বাবাকে নিয়ে চৌদ্দগ্রাম থানায় আসার পথে ফেনীর আদালত ভবনের সামনে ২০ থেকে ২৫ জনের একদল যুবক প্রাণ নাশের হুমকি দিয়ে কাগজপত্র ছিনিয়ে নেয়। এতে আমরা থানায় মামলা করতে পারিনি। পরে প্রাণ রক্ষায় পুলিশ সুপারের কার্যালয়ে চলে যাই। পরে ডিবি পুলিশ নিরাপত্তা দিয়ে বাসায় পৌঁছে দেয়। বুধবারের মধ্যে মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।

গত রোববার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে চৌদ্দগ্রামের নিজ এলাকা কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়। জুতার মালা ও এলাকায় থেকে ত্যাগ করার নির্দেশ দেওয়ার ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়  মুক্তিযোদ্ধার কানুর গলায় জুতার মালা দিয়ে তাকে এলাকা এমনকি কুমিল্লায় থাকতে পারবেন না বলে হুমকি দেওয়া হয়। বর্তমানে তিনি ফেনীতে অবস্থান করছেন।

জনপ্রিয়