খ্রিষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষে ঝালকাঠির একমাত্র খ্রিষ্টান পল্লী নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের রাজবাড়িয়া গ্রামে থাকা খ্রিষ্টান পরিবারগুলোতে বইছে উৎসবের আমেজ।
খ্রিষ্টানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান, পুলিশ সুপার উজ্জল দাস, সেনাবাহীনির ২২ ব্যাটালিয়ানের মেজর মোস্তফা কামাল, উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। এ সময় চার্চের ফাদারকে সঙ্গে নিয়ে বড়দিনের কেক কাটেন অতিথিরা।
পরে অতিথিরা খ্রিষ্টান পল্লীর বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন। এ সময় জেলা প্রশাসক আশরাফুর রহমান খ্রিষ্টান পল্লীর বাসিন্দাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।