ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ , ১৩ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

পঞ্চগড়ে শৈত্যপ্রবাহে তাপমাত্রা ৯ ডিগ্রিতে

দেশবার্তা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩২, ২৭ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

পঞ্চগড়ে শৈত্যপ্রবাহে তাপমাত্রা ৯ ডিগ্রিতে

দেশের সর্ব উত্তরের জেলা ও হিমালয় কন্যা পঞ্চগড়ে অব্যাহত রয়েছে শীতের তীব্রতা। রাতভর কুয়াশা ঝরে বৃষ্টির মতো। সকালের দিকেও কিছুটা থাকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ। এ জেলায় কয়েক দিনের ব্যবধানে আবারও বইছে মৃদু শৈত্য প্রবাহ ও হিমেল হাওয়া। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মেলেছে সূর্যের।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ে তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় এ জেলায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

তবে, রাতভর তীব্র শীতের দাপট ও তাপমাত্রার পারদ ১০ ডিগ্রি নিচে নামলেও বৃহস্পতিবার দিনের শুরুতে দেখা মেলে সূর্যের। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে তাপমাত্রাও৷ এদিনসর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে সন্ধ্যার পর থেকে আবার তাপমাত্রা হ্রাস ও শীতের তীব্রতা বৃদ্ধি পায়।

এ বিষয়ে জেলা শহরের হোটেল শ্রমিক মমিন ইসলাম বলেন, শীতকাল আসলে আমাদের কষ্ট বেড়ে যায়। শীতকালে অনেক শীত বস্ত্র আসে কিন্তু আমরা গরিব মানুষ পাই না। তেমন কাজও করতে পারি না।

একই কথা বলেন জেলার তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদীতে পাথর উত্তোলন করতে পাথর শ্রমিক জাহিদুল ইসলাম। তিনি বলেন, নদীর পানি বরফের মত ঠাণ্ডা। কয়েকদিন থেকে অনেক শীত অনুভূত হচ্ছে। কষ্ট হলেও পাথর উত্তোলন করতে হচ্ছে। কারণ কাজ না করলে আমাদের আহার মিলেনা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, এ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আজকে সকাল ৯টায় তাপমাত্রা ছিলো ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিলো ৯৪ শতাংশ এবং গতিবেগ ঘণ্টায় ৬-৮ কিলোমিটার। আরো কয়েকদিন আবহাওয়া এমন থাকতে পারে।

জনপ্রিয়