ঢাকা রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪ , ১৪ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

টোল প্লাজার ঘটনায় ঘাত*ক চালকসহ গ্রেফতার ২

দেশবার্তা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২২, ২৮ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

টোল প্লাজার ঘটনায় ঘাত*ক চালকসহ গ্রেফতার ২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাস-মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষে ৬ জন নিহতের ঘটনায় অভিযুক্ত বাসচালক নুরুন্নবীসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি আ. ক. ম আক্তারুজ্জামান বসু মিয়া।

তিনি জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে, আপাতত ধারণা করা হচ্ছে গাড়িটি নিয়ন্ত্রণহীন ছিল। তবে আরো কোনো কারণ আছে কিনা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

এর আগে গতকাল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিণ কেরানীগঞ্জ ধলেশ্বরী টোল প্লাজায় টোল দেওয়ার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে অপেক্ষমাণ যানবাহনকে চাপা দিলে কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের ঢাকা মিটফোর্ড হাসপাতালে নেয়ার পথে এবং হাসপাতালে নেওয়ার পরে একই পরিবারের চার জনসহ ৬ জনের মৃত্যু হয়।

জনপ্রিয়