ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫ , ২১ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বাগেরহাট কারাগার থেকে ৬৪ ভারতীয় জেলের মুক্তি

দেশবার্তা

আমাদের বার্তা, বাগেরহাট

প্রকাশিত: ১৬:৪১, ২ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

বাগেরহাট কারাগার থেকে ৬৪ ভারতীয় জেলের মুক্তি

বাংলা‌দে‌শের জল‌সীমায় অনুপ্রবে‌শের দা‌য়ে বা‌গেরহাট কারাগারে থাকা ৬৪ ভারতীয় জে‌লে‌কে মু‌ক্তি দেয়া হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে তাদের ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

এ সময়, কারাগার কর্তৃপক্ষ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, কোস্টগার্ড ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরে কোস্টগার্ডের সদস্যরা নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ভারতীয় জেলেদের মোংলায় নিয়ে যান।

এ সময় কারাগারের সামনে উপস্থিত থাকা ভারত থেকে আসা এসব জেলেদের স্বজনরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

বাগেরহাট জেলা কারাগার সূত্রে জানা যায়, বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ আহরণের অপরাধে গত বছরের ১৮ অক্টোবর ৪৮ জন এবং ২২ নভেম্বর ১৬ জন ভারতীয় জেলেকে আটক করে কোস্টগার্ড ও নৌবাহিনী। আটকদের বিরুদ্ধে ১৮৯৩ খ্রিষ্টাব্দের সামুদ্রিক মৎস্য আহরণ আইনের ২২ ধারায় মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করে মোংলা থানা। পরে আদালতের নির্দেশে তাদের বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়। ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল আজাদ তাদেরকে মুক্তির আদেশ দেন।

বাগেরহাট জেলা কারাগারের সুপার শংকর কুমার মজুমদার বলেন, আদালতের জামিন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে ভারতীয় ৬৪ জন বন্দিকে সকলের উপস্থিতিতে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বি এন মুশফিক-উস সালেহীন জানান, বাগেরহাট কারাগার থেকে মুক্তি পাওয়া জেলেদের বিশেষ নিরাপত্তায় মোংলায় নেয়া হয়েছে। আগামী ৫ জানুয়ারি বাংলাদেশ ও ভারতীয় ভারতীয় জলসীমায় দুই দেশের কোস্টগার্ডের বৈঠকের মাধ্যমে তাদের ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয়