ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫ , ২২ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

দেশবার্তা

আমাদের বার্তা, নেত্রকোণা

প্রকাশিত: ২০:২৬, ৩ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

নেত্রকোণায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি চিন্ময় সরকার (২৭), সহ-ক্রীড়া সম্পাদক সন্দীপ সরকার (২৫), সদস্য সিন্ধ বণিক বিশাল (২৫), লোকমান হোসেন (২৮), পৌর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জয় সাহা(২৫) ও সদস্য রাহুল রায় (২৪)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ‘শুক্রবার ভোরে জেলা শহরে নিষিদ্ধ ছাত্রলীগের ১০-১৫ জন নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি তেরী বাজার থেকে শুরু করে শহীদ মিনারের দিকে যাচ্ছিল। খবর পেয়ে মডেল থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে ভিডিও ফুটেজ পর্যালোচনা ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়। অন্যদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।’

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের সদস্য হয়েও বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, নৈরাজ্য সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে জনসাধারণকে আতংকিত করার লক্ষে মিছিল করছিল। এ কারণে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেয়া হচ্ছে। পরে তাদের এই মামলায় গ্রেফতার দেখিয়ে আগামীকাল সকালে আদালতে পাঠানো হবে।

ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে নেত্রকোণা নাগরিক কমিটি বিকেলে শহরে প্রতিবাদী মিছিল করেছে। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

জনপ্রিয়