ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫ , ২৪ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

চালু হলো পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্র

দেশবার্তা

আমাদের বার্তা, পটুয়াখালী

প্রকাশিত: ১৫:২৬, ৭ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

চালু হলো পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্র

প্রায় দুই মাস পর চালু হলো পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। রক্ষণাবেক্ষণকাজ শেষে সোমবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো।

তিনি বলেন, ‘রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকা দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সোমবার রাত সাড়ে ৯টা থেকে শুরু হয়েছে। আর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্দেশনায় বন্ধ থাকা প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন গত ৩০ ডিসেম্বর শুরু হয়েছে। এখন আমরা পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছি।’

উল্লেখ্য, এর আগে গত বছরের ৯ নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে কর্তৃপক্ষ।

জনপ্রিয়