নলছিটিতে সংবিধান ও আইন বিশেষজ্ঞ, লেখক, গবেষক ও জ্ঞানতাপস সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় নলছিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্র এবং প্রেস ক্লাবের যৌথ আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় জ্ঞানতাপস সাংবাদিক মিজানুর রহমান খানের স্মৃতিচারণ করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান। এতে নলছিটি সরকারি ডিগ্রি কলেজের সাবেক সহযোগী অধ্যাপক সামসুল আলম খান বাহার সভাপতিত্ব করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সরকারি নলছিটি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, নলছিটি প্রেস ক্লাবের সভাপতি মো. এনায়েত করিম, সহ সভাপতি মিলন কান্তি দাস, সাংবাদিক শাহাদাত হোসেন মনু, সাংবাদিক তপন কুমার দাস, সাংবাদিক শরিফুল ইসলাম পলাশ, দৈনিক আমাদের বার্তার নলছিটি প্রতিনিধি মো. আকতারুজ্জামান, প্রধান শিক্ষক সনাতন চক্রবর্তী, মো. জাহাঙ্গীর হোসেন, শওকত হোসেন, প্রধান শিক্ষক এমদাদুল হক, সৈয়দ মাহফুজ, সাংস্কৃতিককর্মী প্রভাষ দত্ত প্রমুখ।
স্মৃতিচারণ করতে গিয়ে জ্ঞানতাপস এই বরেণ্যে সাংবাদিকের জীবনের আলোকিত দিক এবং বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে তার অবদান তুলে ধরেন আলোচকেরা। স্মরণসভা শেষে তার আত্মার শান্তির জন্য দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আ. কুদ্দুস।
প্রসঙ্গত, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২০২১ খ্রিষ্টাব্দের ১১ জানুয়ারি রাজধানীর মহাখালীর এক বেসরকারি হাসপাতালে মিজানুর রহমান খানের অকাল প্রয়াণ হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তাকে ঢাকার মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।