ছাত্র-জনতার ওপর হামলার মামলায় কুড়িগ্রামের রৌমারীতে নিষিদ্ধ সংগঠনের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় উপজেলার দাঁতভাঙ্গা বাজারের একটি চায়ের দোকান থেকে তাকেক রা হয়। শনিবার (১৮ জানুয়ারি) গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. লৎফর রহমান।
গ্রেফতার ওই কর্মীর নাম রেজাউল ইসলাম। তিনি উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন ইউনিয়নের উজান ঝগড়ার চর গ্রামের মোজাম্মেল হকের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ছিল।
রেজাউলের বাবা মোজাম্মেল হক অভিযোগ করে বলেন, ছাত্রলীগের কোনো পদধারী নেতা ছিলেন না রেজাউল। তবে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে যাওয়া-আসা করত এবং রাজনৈতিক পরিচয়ে কোনোদিনও মারামারি কিংবা অন্যায় কোনো কাজে জড়িত ছিল না। পুলিশ শুধু অন্যায়ভাবে তাকে গ্রেফতার করেছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় গত বছরের ২৭ ডিসেম্বর ইসরাফিল হক নামের এক ব্যক্তি বাদী হয়ে রৌমারী থানায় মামলা দায়ের করেন। নিষিদ্ধ সংগঠনের উগ্রপন্থি ছাত্রলীগ কর্মী রেজাউল ইসলামকে তদন্তপ্রাপ্ত হয়ে অজ্ঞাত আসামি হিসেবে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ইতোমধ্যে এ মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।