ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ , ৭ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বরিশালে শহীদ আসাদ দিবস পালিত

দেশবার্তা

আমাদের বার্তা, বরিশাল 

প্রকাশিত: ১৯:৫৭, ২০ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

বরিশালে শহীদ আসাদ দিবস পালিত

শহীদ আসাদ স্মরণে বরিশালে আসাদ পরিষদের আয়োজনে পালিত হয় শহীদ আসাদ দিবস। সোমবার সকালে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে আসাদ পরিষদরে উদ্যোগে শহীদ আসাদের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বিভিন্ন সংগঠনের সদস্যরা।

পরে সেখানে শহীদ আসাদ পরিষদ বরিশাল শাখার সভাপতি ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ  সম্পাদক কিশোর চন্দ্র বালার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ৬৯ খ্রিষ্টাব্দের গনঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আসাদের মৃত্যু স্বৈরাচারী আইয়ূব খানের দ্রুত পতন ঘটিয়েছিলো। আসাদ হয়ে ওঠেন পরবর্তী পর্যায়ে সকল আন্দোলন সংগ্রামের উপমা। সে সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদ চেয়েছিলেন স্বৈারাচার মুক্ত শোষনহীন সমাজ। আসাদের আদর্শ ধারণ করে তরুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় বক্তব্য দেন, শিক্ষক নেতা অধ্যাপক মহসীন উল ইসলাম হাবুল, বাসদ বরিশাল শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, ওয়াকার্স পার্টির বরিশাল শাখার মোজাম্মেল ফিরোজ, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নীলু, ট্রেড ইউনিয়নের শ্রমিক নেতা এ্যাড. এ কে আজাদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ নেতা আমিনুর রহমান খান খোকন, আসমত আলী এ কে ইন্সটিটিউট এর প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনসহ অন্যরা।

জনপ্রিয়