ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ , ৮ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কিশোরগঞ্জ সনাক সভাপতির বিরুদ্ধে মামলার নিন্দা টিআইবির

দেশবার্তা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১:৩৪, ২১ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

কিশোরগঞ্জ সনাক সভাপতির বিরুদ্ধে মামলার নিন্দা টিআইবির

কিশোরগঞ্জে সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সভাপতি ম. ম. জুয়েলের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে ওই মামলায় তাকে অহেতুক হয়রানি না করে ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের প্রেক্ষিতে গত ১৪ জানুয়ারি তহমুল ইসলাম মাজহারুল নামে একজন আহত ব্যক্তির কিশোরগঞ্জ মডেল থানায় করা মামলায় টিআইবির উদ্যোগে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে ২০০৫ খ্রিষ্টাব্দে গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সভাপতি ম. ম. জুয়েলসহ মোট ১২৪ জনকে আসামি করা হয়। এই মামলাটিকে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষিতে সারাদেশে অনেক ক্ষেত্রে বাছবিচারহীনভাবে মামলায় যথেচ্ছ আসামি করার প্রবণতার নজির হিসেবে উল্লেখ করে টিআইবির পক্ষ থেকে বলা হয়, এ ধরনের মামলা একদিকে যেমন ছাত্র-জনতার ওপর সংঘটিত নজিরবিহীন সহিংসতার জন্য প্রকৃত দায়ীদের জবাবদিহির সম্ভাবনাকে দুর্বল করছে, অন্যদিকে যথেচ্ছ ও হয়রানিমূলক নিরপরাধ অনেকের জন্য নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করছে। ফলে বিচারপ্রক্রিয়া সম্পর্কে দেশ বিদেশে আস্থা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার ঝুঁকি সৃষ্টি করছে। কিশোরগঞ্জের এই মামলায় ম. ম. জুয়েলের ন্যায়বিচার প্রাপ্তির দাবি জানানোর পাশাপাশি তাকে অহেতুক হয়রানি না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

 

জনপ্রিয়