ঢাকা রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ , ১৯ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

রূপসায় তলা ফেটে গেছে মালবাহী জাহাজের, উদ্ধারে কোস্ট গার্ড

দেশবার্তা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৯, ৩১ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

রূপসায় তলা ফেটে গেছে মালবাহী জাহাজের, উদ্ধারে কোস্ট গার্ড

খুলনার রূপসা নদীতে রেল ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে অর্ধেক ডুবে গেছে ১ হাজার ১৭৫ টন মালবাহী লাইটার জাহাজ ‘এম ভি সেভেন সার্কেল-২৩’। বৃহস্পতিবার রাত ২টায় এ ঘটনা ঘটে।

শুক্রবার (৩১ জানুয়ারি) জাহাজটি উদ্ধারে কার্যক্রম শুরু করেছে কোস্ট গার্ড।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি বলেন, হারবারিয়া থেকে ১ হাজার ১৭৫ টন সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে রূপসাগামী লাইটার জাহাজ ‘এম ভি সেভেন সার্কেল-২৩’ বৃহস্পতিবার রাত ২টায় রূপসা নদীর রেল ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় পতিত হয়। জাহাজটির ওয়াটার লেভেল থেকে আনুমানিক ২ ফিট নিচে ড্যামেজ হয়। যার ফলে জাহাজের ভেতরে পানি প্রবেশ করতে শুরু করে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম বলেন, পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ও স্থানীয় সূত্রে কোস্টগার্ডের কাছে সহায়তা চাওয়া হলে তাৎক্ষণিক বিসিজি স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। ঘটনাস্থল পর্যবেক্ষণ করে দেখা যায় নোঙররত লাইটার জাহাজটির অর্ধেকের বেশি অংশ ডুবে গেছে।

তিনি আরও বলেন, জাহাজে অবস্থানরত ১৩ জন ক্রু সবাই নিরাপদে রয়েছে এবং তাদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কোস্ট গার্ড ইতোমধ্যে জাহাজটির মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং উদ্ধার কার্যক্রম চলমান রেখেছে।

জনপ্রিয়