ঢাকা রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ , ১৯ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

শাস্তির দাবিতে যুবদল নেতার মরদেহ নিয়ে মানববন্ধন এলাকাবাসীর

দেশবার্তা

আমাদের বার্তা, কুমিল্লা

প্রকাশিত: ১৬:০৫, ১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:১৪, ১ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

শাস্তির দাবিতে যুবদল নেতার মরদেহ নিয়ে মানববন্ধন এলাকাবাসীর

কুমিল্লায় যুবদলের আহ্বায়ক তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনায় জড়িতদের তদন্তপূর্বক বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।  শনিবার দুপুরে তৌহিদুর রহমানের বাড়ি থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সযোগে মরদেহ কুমিল্লা প্রেসক্লাবে নিয়ে এই মানবন্ধন করা হয়। 

কুমিল্লা প্রেসক্লাবে মানববন্ধনে অংশ নেয় এলাকাবাসীর অনেকে। মানববন্ধনে তৌহিদুরের পরিবার ও এলাকাবাসী ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে তৌহিদুলকে যৌথবাহিনীর পরিচয়ে বাড়ি থেকে তুলে নেওয়া হয়। পরে শুক্রবার বেলা ১২টার দিকে পুলিশ পরিবারের সদস্যদের কল করে জানায়, তৌহিদুল আহত অবস্থায় গোমতী নদীর পারে পড়ে আছে। সেখান থেকে পুলিশ প্রথমে তৌহিদুলকে সদর হাসপাতালে, পরে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে পরিবারের অভিযোগ নির্যাতনের কারণে মৃত্যু হয়েছে তৌহিদুরের। তৌহিদুর রহমানের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শুক্রবার রাতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে কুমিল্লায় যৌথবাহিনীর পরিচয় তুলে নেয়ার পর যুবদল নেতা তৌহিদুর রহমান মারা যাওয়ার ঘটনায় বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর বলছে, এই ঘটনায় স্থানীয় সেনা ক্যাম্পের কমান্ডারকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে।

জনপ্রিয়