ঢাকা রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ , ১৯ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান ঘেরাও

দেশবার্তা

আমাদের বার্তা, চট্টগ্রাম

প্রকাশিত: ০৯:৫৪, ২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১০:৩৮, ২ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান ঘেরাও

বিয়ের অনুষ্ঠানের আওয়ামী লীগের এমপিরা আছেন এমন খবরে একটি কনভেনশন হলে ঘেরাও করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। চট্টগ্রাম নগরের খুলশী থানার টাইগারপাস এলাকায় সাবেক দুই এমপি থাকার গুঞ্জনে নেভি কনভেনশন সেন্টার ঘেরাও করা হয়। পুরো কনভেনশন সেন্টারে খোঁজা হয়  সাবেক সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারি ও সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিকে। শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১১টান দিকে এ ঘটনা ঘটে।

ফলে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।  এসময় তাদের কাউকে না পেয়ে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে আটক করা হয়। আটক ফখরুল আনোয়ার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক পদে ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এদিন রাতে বিয়ের ওই অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারি ও সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি উপস্থিত থাকার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এমন খবরে সেখানে গিয়ে উপস্থিত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

এসময় তাদের কাউকে না পেয়ে ছাত্র-জনতা ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে ফখরুল আনোয়ারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের অভিযোগ,  নেভি কনভেনশন সেন্টারে প্রবেশের চেষ্টা করলে প্রথমে দারোয়ানের বাধার মুখে পড়তে হয়। পরে ভেতরে প্রবেশ করে আওয়ামী লীগ নেতা ফখরুলকে আটকের সময় অতিথিরা তাদের ওপর চড়াও হয়।

এ বিষয়ে নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, ছাত্র-জনতা একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। এখন তিনি থানায় আছেন। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে।

জনপ্রিয়