ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ , ২২ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বিএসএফ’র হাতে আটক চার বাংলাদেশী

দেশবার্তা

আমাদের বার্তা, চাঁপাইনববাগঞ্জ

প্রকাশিত: ১৬:৪৪, ৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:৫৫, ৩ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

বিএসএফ’র হাতে আটক চার বাংলাদেশী

সীমান্ত এলাকা থেকে চার বাংলাদেশিকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (৩ জানুয়ারি) ভোরে চাঁপাইনববাগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে। দুপুর আড়াইটার দিকে গোমস্তপুর উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বিএসএফের হাতে আটক বাংলাদেশিরা হলেন- গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর এলাকার মাহবুল আলমের ছেলে মো. মুকুল, মোশারফের ছেলে আলিশ, ইসাহাকের ছেলে দুরুল হোদা এবং মতি রাংগালের ছেলে মো. বাবু।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরের দিকে রোকনপুর বিওপির সীমান্ত দিয়ে অবৈধভাবে চার বাংলাদেশি গরু আনার জন্য ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ তাদেরকে আটক করে। 

ইউপি চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন, ভারতে প্রবেশের সময় চার বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। এ বিষয়ে আমরা বিজিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

এ বিষয়ে ১৬ বিজিবির রোকনপুর বিওপির কোম্পানি কমান্ডারের মুঠোফোনে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করে এক বিজিবি কর্মকর্তা জানান, ৪ বাংলাদেশিকে আটকের বিষয়ে তারা কিছুই জানেন না। এই বলে কল কেটে দেন তিনি।

এ বিষয়ে জানতে বিজিবির নওগাঁ-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

জনপ্রিয়