ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ , ২২ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

স্ত্রী আওয়ামী লীগের লিফলেট বিতরণের পর স্বামী আটক

দেশবার্তা

আমাদের বার্তা, রাজশাহী

প্রকাশিত: ১৮:০৪, ৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৮:১২, ৪ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

স্ত্রী আওয়ামী লীগের লিফলেট বিতরণের পর স্বামী আটক

রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মৌসুমী রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ চেয়ে লিফলেট বিতরণ করেন। পরে লিফলেট বিতরণের ছবি দেন ফেসবুকে। এ ঘটনায় তাকে গ্রেফতার করতে বাসায় অভিযান চালায় পুলিশ। কিন্তু মৌসুমীকে না পেয়ে তার স্বামী ওহিদুর রহমানকে (৫০) গ্রেফতারের অভিযোগ উঠেছে। 

অহিদুরের স্ত্রী মৌসুমী রহমান উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। সোমবার রাতে তিনি এলাকায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেন। ওই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর মৌসুমীকে গ্রেফতারে তাঁর বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে তাঁকে বাড়িতে পাওয়া যায়নি।

অহিদুরের স্ত্রী মৌসুমী রহমান উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। সোমবার রাতে তিনি এলাকায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেন। ওই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর মৌসুমীকে গ্রেফতারে তাঁর বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে তাঁকে বাড়িতে পাওয়া যায়নি।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, মৌসুমীকে বাড়িতে পাওয়া যায়নি। সকালে স্থানীয় লোকজন তাঁর স্বামী অহিদুরকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে আটক করে। অহিদুর আওয়ামী লীগ বা সহযোগী কোনো সংগঠনের পদে নেই। তবে তিনি আওয়ামী লীগের কর্মী।

ওসি আরও বলেন, পাঁচ মাস আগে হওয়া একটি নাশকতার মামলায় অহিদুরকে গ্রেফতারে দেখানো হয়েছে। অহিদুর মামলার এজাহারভুক্ত আসামি নন। ‘তদন্তে প্রাপ্ত’ আসামি হিসেবে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। মৌসুমী রহমানকে গ্রেফতারের চেষ্টা চলছে।

জনপ্রিয়