চালকদের বিক্ষোভে সল্টগোলা ক্রসিং এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্কের কর্মীদের সঙ্গে বিরোধের জেরে ওই পার্ক বন্ধের দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছেন প্রাইম মুভার শ্রমিকরা।
বুধবার সকাল থেকে সল্টগোলা ক্রসিং এলাকায় রাস্তার পাশে গাড়ি রেখে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের বুধবার বলেছেন আগের রাতে ডিসি পার্কের কর্মচারিরা তাদের চালক শ্রমিকদের মারধর করে। এখন ডিসি পার্ক বন্ধ, আহতদের ক্ষতিপূরণ এবং টোল রোডের নিরাপত্তার দাবিতে কাজ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে খায়ের।
তিনি বলেন “মারধরের ঘটনার পর আমাদের সাথে বৈঠকে এর কোনো সুরাহা হয়নি। তাই আমাদের শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছে।”
শ্রমিকদের কাজ বন্ধ থাকায় ডিপো এবং বন্দর থেকেও কন্টেইনার বের করা হচ্ছে না বলে জানিয়েছেন আবুল খায়ের।
মঙ্গলবার রাতে ফৌজদারহাট বন্দর টোল সড়কের ডিসি পার্কের সামনে সেখানকার কর্মীদের সঙ্গে প্রাইম মুভার চালকদের কথাকাটাকাটি থেকে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে বিক্ষুব্ধ চালক ও শ্রমিকরা জড়ো হয়ে পার্কের ভেতরে ও বাইরে ব্যাপক ভাংচুর চালায়।
প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. খায়েরের অভিযোগ করে বলেছিলেন, "ফুল উৎসবের কারণে টোল রোডে প্রতিদিন ব্যাপক যানজটের সৃষ্টি হয়। রাতে জ্যামের মধ্যে একটি লরি কন্টেইনার নিয়ে ফৌজদারহাটের দিকে যাওয়ার সময় পার্কের কর্মীরা সেটা থামানোর সংকেত দিয়ে পার্কের একটি গাড়ি বের করার সুযোগ করে দেন।
“এসময় লরিটি ব্রেক করতে গিয়ে কিছু দূর গিয়ে থামায়। সে কারণে শ্রমিকরা চালক ও সহকারীকে মারধর করে। খবর পেয়ে অন্য চালক শ্রমিকরা সেখানে জড়ো হলে তাদেরও বেঁধে রেখে মারধর করা হয়।"
এরপর প্রাইম মুভার চালকরা নগরীর কাস্টমস মোড় থেকে সল্টগোলা এলাকা পর্যন্ত সড়কে বিক্ষোভ দেখায়। ফলে গভীর রাত পর্যন্ত বিমান বন্দর সড়কে যান চলাচল বন্ধ ছিল।
এদিকে বুধবার চালকদের বিক্ষোভে সল্টগোলা ক্রসিং এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, “শ্রমিকদের বিক্ষোভের কারণে কিছুক্ষণ পর পর সড়কে যান চলাচল বন্ধ করে দিচ্ছেন তারা। আমরা তাদের অনুরোধ করে অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক করছি।
"গতকাল রাত ৯টা থেকে তাদের বিক্ষোভটি ভোর রাত চারটা পর্যন্ত চলেছে। তাদের বুঝিয়ে ভোরে রাস্তা থেকে সড়িয়ে দিছি। সকালে তারা আবার বিক্ষোভ করছে।"
বন্ধ কন্টেইনার পরিবহন
এই কর্মবিরতির প্রভাব পড়েছে পণ্যবাহী কন্টেইনার পরিবহনেও।
চট্টগ্রাম বন্দর থেকে আমদানি ও রপ্তানি পণ্যের কন্টেইনার চট্টগ্রামের কন্টেইনার ডিপোগুলোতে আনা নেওয়া বন্ধ হয়ে গেছে।
বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং ঠিক থাকলেও ডিপোতে নেওয়া এবং সেখান থেকে জাহাজীকরণের জন্য রপ্তানি কন্টেইনারগুলো বন্দরে আসা আপাতত বন্ধ আছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জনিয়েছেন।
বিকডা (বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন) মহাসচিব রুহুল আমিন সিকদার জানিয়েছেন, প্রতিদিন গড়ে দুই হাজার থেকে ২২০০ রপ্তানিমুখী কন্টেইনার বিভিন্ন ডিপো থেকে জাহাজীকরণের জন্য বন্দরে নেওয়া হয়।
মঙ্গলবার থেকে প্রাইমমুভার চালকদের বিক্ষোভের কারণে তা বন্ধ আছে জানিয়ে তিনি বলেন, আমদানি পণ্যবাহী কন্টেইনারও ডিপোতে আসা বন্ধ আছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সংযোগ রয়েছে ‘বন্দর-ফৌজদারহাট টোল রোড’।
সেখানে সীতাকুণ্ড উপজেলার উত্তর ছলিমপুর মৌজার বালুচর শ্রেণির এ জায়গা দখলে নিয়ে গড়ে তোলা হয়েছিল ‘শুকতারা’ নামে একটি পর্যটন কেন্দ্র ও রেস্তোরাঁ।
২০২২ খ্রিষ্টাব্দে এ জায়গা থেকে দখলদার উচ্ছেদ করে জেলা প্রশাসন সেটিকে পার্কে রূপান্তর করে; নাম দেওয়া হয় ‘ডিসি পার্ক’।
বিগত কয়েক বছরের মত এবারও পার্কে চলছে ফুল উৎসব, যা বুধবার শেষ হবে। ফুল উৎসবে প্রতিদিন কয়েক হাজার মানুষের সমাগম হয়।