![যেখানে-সেখানে যাত্রী তোলার দাবিতে বাসশ্রমিকদের সড়ক অবরোধ যেখানে-সেখানে যাত্রী তোলার দাবিতে বাসশ্রমিকদের সড়ক অবরোধ](https://www.amaderbarta.net/media/imgAll/2023November/BUS-WORKER-2502100939.jpg)
রাজধানীতে শুধু কাউন্টার থেকে যাত্রী ওঠা-নামার সিদ্ধান্ত প্রত্যাহারসহ কয়েক দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন বাসশ্রমিকরা।
রাজধানীর সায়দাবাদে জনপদের মোড় এলাকায় আজ সোমবার দুপুর ১২টার পর থেকে সড়ক আটকে বিক্ষোভ শুরু করেন তারা। এতে সায়দাবাদ-যাত্রাবাড়ী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টা থেকে সায়দাবাদ এলাকায় জনপদের মোড়ে বাস শ্রমিকেরা জড়ো হতে শুরু করেন। প্রায় শতাধিক শ্রমিকের জমায়েত হওয়ার পর তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
এতে সায়দাবাদ-যাত্রাবাড়ী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।