![সুন্দরবনে অভিযান চালিয়ে মৃত হরিণ, মাংস ও ফাঁদ জব্দ সুন্দরবনে অভিযান চালিয়ে মৃত হরিণ, মাংস ও ফাঁদ জব্দ](https://www.amaderbarta.net/media/imgAll/2023November/bandarban-2502101151.jpg)
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে অভিযান চালিয়ে একটি মৃত হরিণ, ১৬ কেজি হরিণের মাংস ও পাঁচশ ফুট হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বনবিভাগের কর্মকর্তারা সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।বনবিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কদমতলা বনস্টেশন কর্মকর্তা (এসও) সুলাইমানের নেতৃত্বে বনকর্মীরা গহীন সুন্দরবনের হাতিভাঙ্গা নদী সংলগ্ন আড়ের দুনিখাল এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে অবৈধ শিকারিরা পালিয়ে যায়।
এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বনকর্মীরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে মৃত হরিণ, হরিণের মাংস ও হরিণ ধরার ফাঁদ জব্দ করতে সক্ষম হলেও শিকারিদের আটক করা যায়নি।
এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে। শিকারীদের চিহ্নিত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। জব্দ করা মাংস ও ফাঁদ সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।