ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ২৯ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

যাত্রা বিরতির দাবিতে সাড়ে ৬ ঘণ্টা রেলপথ অবরোধ

দেশবার্তা

আমাদের বার্তা, লালমনিরহাট

প্রকাশিত: ১৭:৫৩, ১২ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

যাত্রা বিরতির দাবিতে সাড়ে ৬ ঘণ্টা রেলপথ অবরোধ

বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে লালমনিরহাটের বুড়িমারী রেলপথ অবরোধ করেছেন কালীগঞ্জ উপজেলার নারী-পুরুষসহ ছত্র-জনতা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রেলওয়ে স্টেশনে বুড়িমারীগামী একটি লোকাল ট্রেন আটকে অবরোধ করেন তারা। এতে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল সাড়ে ৩টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। 

স্থানীয়রা জানান, আন্তঃনগর ট্রেন বুড়িমারী এক্সপ্রেস শুরু থেকে লালমনিরহাট-ঢাকা যাতায়াত করছে। পরবর্তীতে জেলাবাসীর আন্দোলনের ফলে এই ট্রেনটি বুড়িমারী স্টেশন থেকে ঢাকা যাতায়তের সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ের সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী থেকে ঢাকা এবং ঢাকা থেকে বুড়িমারী যাতায়াত করবে। সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে অনলাইনে আগাম টিকিটও বিক্রি শুরু করে রেল বিভাগ। 

বিগত দিনের সিদ্ধান্ত মোতাবেক কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার স্টেশনেও টিকিট বিক্রি করা হয়। কিন্তু রেল বিভাগ হঠাৎ তুষভান্ডার স্টেশনে টিকিট বিক্রি ও যাত্রাবিরতি বন্ধ ঘোষণা করে। এতে ফুঁসে উঠেন স্থানীয়রা।

বুধবার সকালে তুষভান্ডার রেল স্টেশনে বুড়িমারীগামী একটি লোকাল ট্রেন আটকে দিয়ে রেললাইন অবরোধ করেন। ফলে লালমনিরহাট বুড়িমারী রেল রুটে সব ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিকেল সাড়ে ৩টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।

অবরোধকারীদের মধ্যে নাজিউর রহমান নোমান ও মিজানুর রহমান বলেন, বহুল প্রতিক্ষার পর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন পেয়েছি আমরা। টিকিটও বিক্রি শুরু করেছে। এরই মধ্যে হঠাৎ যাত্রাবিরতি বাতিলের চিঠি পাঠায় রেল ভবন। যা তাদের হটকারী এক সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত বাতিল করে পুনরায় যাত্রা বিরতি ঘোষণা ও টিকিট বিক্রি শুরু না করলে এ রুটে কোনো ট্রেন যেতে দেবে না এলাকার মানুষ।

ইনসান ইসলাম বাপ্পী  নামে একজন বলেন, ট্রেনটি জেলার ৫টি উপজেলার প্রতিটিতে যাত্রা বিরতি দেওয়া হয়েছিল। সেখানে যাত্রা শুরুর আগেই কালীগঞ্জবাসীকে বঞ্চিত করতে যাত্রা বাতিলের ঘোষণা দিয়েছে। কী অপরাধ এ উপজেলার মানুষের?

তুষভান্ডার রেলস্টেশনের ইনচার্জ আশরাফুজ্জামান আপেল বলেন, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি করা হয়েছে। হঠাৎ চিঠি পাঠিয়ে তা বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। অনলাইনে টিকিট বিক্রি বন্ধ ও যাত্রা বিরতি বাতিলের খবরে স্থানীয়রা রেললাইনে বসে পড়েছে।

বুড়িমারীগামী একটি লোকাল ট্রেন স্টেশনে আটকা পড়েছে। ফলে এ রুটে ট্রেন চলাচলও বন্ধ হয়ে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। 
 

জনপ্রিয়