ঢাকা বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৭ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বরিশালে জ্বালানি তেলের ট্রলারে আগুন, দ*গ্ধ ৪

দেশবার্তা

আমাদের বার্তা, বরিশাল

প্রকাশিত: ১০:৫৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

বরিশালে জ্বালানি তেলের ট্রলারে আগুন, দ*গ্ধ ৪

বরিশালের কীর্তনখোলা নদীসংলগ্ন চাঁদমারি এলাকায় একটি জ্বালানি তেলের ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় ওই ট্রলারে থাকা চারজন অগ্নিদগ্ধ হয়েছেন।

আহতরা হলেন, মান্না, মানিক, রুবেল ও সম্পদ। তারা সবাই নোয়াখালীর হাতিয়া এলাকার বাসিন্দা। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 
 
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার (১২ ফেব্রুয়ারি) কীর্তনখোলা নদী সংলগ্ন চাঁদমারি এলাকায় যমুনা পেট্রোল ডিপো থেকে একটি ট্রলারে করে ড্রাম ভর্তি জ্বালানি তেল ও ব্রয়লার মুরগির খাবার লোড করা হচ্ছিল। 

বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে হঠাৎ করেই বিকট শব্দে তেলের কয়েকটি ব্যারেল বিস্ফোরিত হয়। এতে ট্রলারটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। খবর পেয়ে পরে ফায়ার সার্ভিসের ওয়াটার বোট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এসময় আগুন নিয়ন্ত্রণে না এলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

এ ঘটনায় ট্রলারে থাকা ছয়জনের মধ্যে চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। 

এ বিষয়ে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকেরা জানিয়েছেন, দগ্ধ চারজনের ৬০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

বরিশাল ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাদের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কার্যক্রম শুরু করে। পরে ট্রলারটি ভাসিয়ে ত্রিশ গোডাউন এলাকায় নিয়ে আসা হয়। বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

বরিশাল স্টিমারঘাট পুলিশ ফাড়ির ইন-চার্জ জানিয়েছেন, ঘটনার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি কী কারণে ঘটেছে, তা তদন্ত করা হবে।

জনপ্রিয়