ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ , ৮ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নওগাঁয় কারাগারে আটক আ.লীগ নেতার মৃত্যু

দেশবার্তা

আমাদের বার্তা, নওগাঁ

প্রকাশিত: ১৭:৫৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৭:৫৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

নওগাঁয় কারাগারে আটক আ.লীগ নেতার মৃত্যু

নওগাঁয় কারাগারে আটক আ.লীগ নেতার মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে আটকাবস্থায় আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গত সোমবার রাত ৯টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আওয়ামী লীগের ওই নেতার নাম সিদ্দিক হোসেন মোল্লা (৪৫)। তিনি নওগাঁর মান্দা উপজেলার ৩ নন্বর পরানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত মজিবর রহমান মোল্লার ছেলে ও পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান আমাদের বার্তাকে বলেন, ৪ ফেব্রুয়ারি গোপালপুর বাজারে অভিযান চালিয়ে সিদ্দিক মোল্লা ও কারিয়াপ্পা চৌধুরীকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপি জব্দ করা হয়।

তিনি বলেন, তদন্তের জন্য আটক দু’জনকে তিনদিনের রিমান্ডে নেয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে ১৩ ফেব্রুয়ারি তাদের দু’জনকে আদালতের মাধ্যমে ফের নওগাঁ কারাগারে পাঠানো হয়।

নওগাঁ জেল সুপার নজরুল ইসলাম বলেন, গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হাজতি সিদ্দিক মোল্লা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে কারাগার হাসপাতালে নেওয়া হয়।

এরপর তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালের মাধ্যমে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

জনপ্রিয়