ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ , ৮ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

উত্তরায় স্বামী-স্ত্রীকে কোপানোর ঘটনায় কিশোর গ্যাং শনাক্ত

দেশবার্তা

আমাদের বার্তা, ঢাকা

প্রকাশিত: ১০:৫৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

উত্তরায় স্বামী-স্ত্রীকে কোপানোর ঘটনায় কিশোর গ্যাং শনাক্ত

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে রাস্তায় প্রকাশ্যে স্বামী-স্ত্রীকে দা দিয়ে কোপানোর ঘটনায় পুরো চক্রকে শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান এই তথ্য নিশ্চিত করেছেন। 

রওনক জাহান জানান, আজ ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। 

পুলিশের এই কর্মকর্তা বলেন, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে সরাসরি আঘাত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ওই গ্যাংয়ের সবাইকে শনাক্ত করে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। 

এরআগে, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে দম্পতির ওপর হামলার ঘটনা ঘটে। পরে দুই হামলাকারীকে গণপিটুনি দিয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। আটক ব্যক্তিরা হলেন মোবারক হোসেন ও  রবি রায়।

স্থানীয়দের বরাত দিয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান রহমান জানান, কিশোর চক্রটির সদস্যরা উত্তরা সেক্টরের ভেতরে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। এ সময় তাদের মোটরসাইকেল একটি শিশুকে চাপা দেওয়ার চেষ্টা করে। পাশ দিয়ে যাওয়া আরেকটি মোটরসাইকেলে ভুক্তভোগী দম্পতি এ ঘটনার প্রতিবাদ করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের লোকজন ডেকে ধারালো অস্ত্র দিয়ে ওই দম্পতিকে আঘাত করে।

জনপ্রিয়