ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ৯ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

অস্ত্রের মুখে জিম্মি করে লালপুরে ডাকাতি

দেশবার্তা

আমাদের বার্তা, লালপুর (নাটোর) 

প্রকাশিত: ১১:০৯, ২২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১১:১৩, ২২ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

অস্ত্রের মুখে জিম্মি করে লালপুরে ডাকাতি

নাটোরের লালপুরে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের সবাইকে জিম্মি করে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার মধুবাড়ি গ্রামে আতিকুজ্জামান ফরিদের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী আতিকুজ্জামান ফরিদের ছেলে শরিফুজ্জমান বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে মুখোশধারী তিন থেকে চার ডাকাত জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে সবাইকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। পরে রাত সাড়ে ৩টার দিকে বাড়িতে থাকা নগদ একলাখ ৩০ হাজার টাকা ও আটআনা স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে চলে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জামান আমাদের বার্তাকে জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। মুখোশধারী ডাকাতদের গ্রেফতারের জন্য মাঠে কাজ শুরু করেছে পুলিশ। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
 

জনপ্রিয়