ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ৯ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

দায়িত্বে অবহেলার অভিযোগে বড়াইগ্রাম থানার ওসি ক্লোজড

দেশবার্তা

আমাদের বার্তা, রাজশাহী

প্রকাশিত: ১২:০৮, ২২ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

দায়িত্বে অবহেলার অভিযোগে বড়াইগ্রাম থানার ওসি ক্লোজড

রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতি ও দুই নারী যাত্রীকে শ্লীলতাহানীর ঘটনায় অভিযোগ না নেওয়াসহ দায়িত্বে অবহেলার অভিযোগে নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজুল ইসলামকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন রাজশাহী রেঞ্জ উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান।

ডিআইজি মোহাম্মদ শাহজাহান ঢাকা পোস্টকে বলেন, বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানীর ঘটনায় ভুক্তভোগীরা থানায় সেবা নিতে গিয়ে কাঙ্ক্ষিত সেবা পাননি বলে প্রতীয়মান হয়েছে।

 এ কারণে তাকে নাটোর পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে। ওসির দায়িত্বে অবহেলার কারণে বিষয়টি ধীরে ধীরে জটিল আকার ধারণ করেছে। আজ বিকেলে বড়াইগ্রাম থানা পরিদর্শন করেছি। ঘটনাস্থল এলাকায় গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি, ভুক্তভোগীদের সঙ্গেও যোগাযোগ করছি। আশা করছি দ্রুত সময়ের ভেতরে ঘটনার রহস্য উদঘাটন করতে পারবো।
 

জনপ্রিয়