ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১৪ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ঘোড়াঘাটে কৃষক লীগের ২ নেতা গ্রেফতার

দেশবার্তা

আমাদের বার্তা, দিনাজপুর 

প্রকাশিত: ১২:১৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১২:৩০, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

ঘোড়াঘাটে কৃষক লীগের ২ নেতা গ্রেফতার

ঘোড়াঘাটে কৃষক লীগের ২ নেতা গ্রেফতার

দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমা হামলার অভিযোগে দায়ের করা এক মামলায় কৃষক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১০টার দিকে বুলাকীপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কৃষক লীগের সভাপতি জিয়াউর ইসলাম (৩৮) ও সাধারণ সম্পাদক জাইদুল ইসলাম (৪০)। 

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বছরের ৪ আগস্ট বিকেলে ঘোড়াঘাট পৌর শহরের বাসস্ট্যান্ডে চারমাথা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা হয়। ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ২৪ আগস্ট ঘোড়াঘাট পৌর ছাত্রদলের সদস্য শহীদ শেখ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় এ মামলা করেন। 

এতে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৭০-৮০ জনকে আসামি করা হয়। 
 

জনপ্রিয়