ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১৪ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সিলেটে ভূমিকম্প অনুভূত

দেশবার্তা

আমাদের বার্তা, সিলেট 

প্রকাশিত: ১০:২১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

সিলেটে ভূমিকম্প অনুভূত

সিলেটে গভীর রাতে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে সিলেট অঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিক কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গভীর রাত হওয়ায় অনেকেই বিষয়টি টের পাননি, তবে সিলেট নগরীর অনেক বাসিন্দা ভূমিকম্পের কম্পন অনুভব করেছেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন। এতে অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি লিখেন, ‘ব্রেকিং নিউজ : ভূমিকম্প।’

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটির কাছে খারুপাতিয়া শহরের দক্ষিণ-পূর্ব দিকে, যা বাংলাদেশের সিলেট ও ময়মনসিংহ বিভাগের খুব কাছাকাছি।

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩ এবং এর কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, ভূমিকম্পের উৎপত্তিস্থল শিলংয়ের ডাউকি ফল্টের কাছে হওয়ায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একাধিক আফটারশক (পরবর্তী ছোট ভূমিকম্প) অনুভূত হতে পারে। বিশেষ করে আজ রাতে আরও কয়েকটি কম্পন হওয়ার আশঙ্কা রয়েছে।

সিলেটের বাসিন্দাদের ভূমিকম্পের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে, তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
 

জনপ্রিয়