ঢাকা রোববার, ০৯ মার্চ ২০২৫ , ২৪ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

দিনাজপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কারখানায় ভয়াবহ আগুন

দেশবার্তা

আমাদের বার্তা, দিনাজপুর

প্রকাশিত: ২০:৫০, ৫ মার্চ ২০২৫

আপডেট: ২০:৫৭, ৫ মার্চ ২০২৫

সর্বশেষ

দিনাজপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কারখানায় ভয়াবহ আগুন

দিনাজপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কারখানায় ভয়াবহ আগুন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগের দিনাজপুর কার্যালয়ের মেরামত কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। এতে বিদ্যুৎ বিতরণের কাজে ব্যবহৃত চারটি ট্রান্সফরমার পুড়ে গেছে বলে জানা গেছে।

বুধবার (৫ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার বিকেলে দিনাজপুর জেলা শহরের বালুবাড়ী এলাকায় বিদ্যুৎ ও বিতরণ বিভাগ-২ কার্যালয়ের মেরামত কারখানায় আগুন লাগে। সেখান থেকে ধোঁয়া উঠতে দেখে দায়িত্বরত কর্মকর্তারা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীকে জানান। সে সময় নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে ছিলেন না। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এর কিছুক্ষণ পর আরো তিনটি ইউনিট কাজে যুক্ত হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকেল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে পাওয়ার হাউসের গুদাম ঘরে রাখা বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, তেলের ট্যাংক, ট্রান্সমিটারসহ বিভিন্ন ধরনের পরিত্যক্ত ট্রান্সফর্মিটারের ওয়েল ফেটে যায়। এতে আগুনের তীব্রতা আরো বেড়ে যায়। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে গুদাম ঘরের চারপাশে বসবাসরত সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দিনাজপুর কার্যালয়ের বিদ্যুৎ ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী স্পন্দন বসাক জানিয়েছেন, আগুনে স্টেশনের পুরনো চারটি বড় ট্রান্সফরমার পুড়ে গেছে। এর মূল্য ১০ থেকে ১২ লাখ টাকা।

তিনি বলেন, কার্যালয় থেকে বের হওয়ার পর বিকেল ৪টা ১৯ মিনিটে আমার কাছে আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকাল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক বজলুর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনটি ইউনিট কাজ শুরু করে। কারখানার ভেতরে তেলের ড্রাম বিস্ফোরিত হয়ে আগুন ভয়াবহ আকার ধারণ করে। পরে আরো তিনটি ইউনিট এসে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত করা হচ্ছে।

তিনি বলেন, এখানে পানির সংকট ছিল, তা না হলে আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভবপর ছিল। সব মিলিয়ে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জনপ্রিয়