
পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার কাউখালি এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) গোপন আস্তানার সন্ধান পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেখান থেকে গোলাবারুদসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, আজ শুক্রবার ভোরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এ সময় সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের (মূল) সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর তল্লাশিতে আস্তানা থেকে ১৭ রাউন্ড পিস্তলের গুলি, একটি বাইনোকুলার, একটি ওয়াকিটকি সেট, একটি হার্ডডিস্ক, সন্ত্রাসীদের ব্যবহৃত ইউনিফর্ম, চাঁদা আদায়ের রসিদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে ইউপিডিএফের সদস্যরা তাঁদের চিরাচরিত কৌশল অনুযায়ী কিছু পাহাড়ি নারীকে দিয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে বাধা দেওয়ার চেষ্টা করেন। এমনকি উদ্ধার করা সরঞ্জামাদি ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা চালানো হয়। তবে সেনাবাহিনী পেশাদারত্ব ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সম্প্রতি পার্শ্ববর্তী দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকটি পাহাড়ি সশস্ত্র সংগঠনের অস্ত্র ও গোলাবারুদের চালান আটক করেছে, যা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, পাহাড়ের শান্তি বিনষ্টকারী ও সার্বভৌমত্বের প্রতি হুমকি দেওয়া সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।