ঢাকা রোববার, ০৯ মার্চ ২০২৫ , ২৪ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

চৌগাছায় ছেলের দায়ের কোপে বাবা খুন

দেশবার্তা

আমাদের বার্তা, বেনাপোল

প্রকাশিত: ১৪:৩৮, ৮ মার্চ ২০২৫

আপডেট: ১৪:৪৫, ৮ মার্চ ২০২৫

সর্বশেষ

চৌগাছায় ছেলের দায়ের কোপে বাবা খুন

চৌগাছায় ছেলের দায়ের কোপে বাবা খুন

যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জের ধরে নেশাগ্রস্ত ছেলের দায়ের কোপে বাবা খুন হয়েছেন।

নিহতের নাম শরিফুল ইসলাম (৫০)। পেশায় তিনি কৃষক। তার ছেলের নাম রিমন হোসেন (২২)। রিমনের দায়ের কোপেই তিনি খুন হয়েছেন।

শনিবার (৮ মার্চ) ভোরে চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের উত্তর পাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের শরিফুল মাস চার আগে তার ছেলে রিমনকে একই উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে বিয়ে দেন। কিন্তু বিয়ের তিন মাস না যেতেই রিমনের সঙ্গে তার স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে যায়।  রিমন নিহত শরিফুলের প্রথম স্ত্রীর সন্তান। পরবর্তীতে রিমনের বাবা দ্বিতীয় বিয়ে করেন।

এদিকে, রিমনের প্রথম স্ত্রীর সঙ্গে তালাক হওয়ার পর তার সৎমা দেখেশুনে নিজের বোনের মেয়ের সঙ্গে তাকে বিয়ে দেন। কিন্তু বিয়ের পরপরই পারিবারিক দ্বন্দ্ব শুরু হয়।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার রিমনের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বাবা ও সৎমায়ের ঝগড়া হয়। পরিবারের লোকজন রাতে ঘুমিয়ে পড়েন। 

শনিবার ভোররাত সাড়ে ৪টায় নেশাগ্রস্ত অবস্থায় রিমন ধারালো দা নিয়ে বাবার ঘরে প্রবেশ করেন। এ সময় সৎমা রোজা রাখার জন্য সেহেরি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এদিকে, কোনো কিছু বুঝে ওঠার আগেই রিমন ঘুমন্ত বাবাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে রিমন পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় শরিফুলকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানিয়েছেন, নিহতের মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ছেলে পালিয়ে গেছে। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।  এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

জনপ্রিয়