ঢাকা রোববার, ০৯ মার্চ ২০২৫ , ২৪ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সারাদেশে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

দেশবার্তা

আমাদের বার্তা

প্রকাশিত: ১৮:৫৯, ৮ মার্চ ২০২৫

আপডেট: ১৯:০২, ৮ মার্চ ২০২৫

সর্বশেষ

সারাদেশে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

সারাদেশে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

সারাদেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এর মধ্যে র‌্যালি, সমাবেশ, মানববন্ধন, সমাবেশ, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছরের আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের প্রতিপাদ্য ছিল- অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন।

ফরিদপুর 
নারী দিবস উপলক্ষে ফরিদপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১টার দিকে ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদফতরের আয়োজনে এবং জাতীয় মহিলা সংস্থা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় ফরিদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইয়াসিন কবিরের  সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সদর উপজেলার  নির্বাহী কর্মকর্তা  ইসরাত জাহান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ হাসেম আলী, ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান, মহিলা অধিদফতরের  উপ-পরিচালক মাশউদা হোসেন, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, এফডিএ’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আজহারুল ইসলাম, রঙিন সুতা নারী উন্নয়ন সংস্থার  সভানেত্রী  সোনিয়া রহমান।

অনুষ্ঠানের শুরুতেই নারী জাগরণের ওপর দুটি গান পরিবেশন করা হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভায় বক্তারা নারী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।  বক্তারা বলেন  নারী ও পুরুষ  সমানতালে কাজ করলে  দেশের উন্নয়ন সম্ভব। বাংলাদেশের মেয়েরা  শিক্ষায় অনেক  এগিয়ে গেছে । তারা  সর্বস্তরে  ভালো করছে। আমাদের নারীর প্রতি  দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। তাদের সম্মান করতে হবে। 

অনুষ্ঠানের পরবর্তী পর্বে পাঁচটি ক্যাটাগরিতে ২শ ৮৪ জনকে  মোট  ২৬ লাখ ৩৯ হাজার ৭শ টাকার চেক দেওয়া হয়। এ সময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন এনজিও  কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে নারী দিবস উপলক্ষে একটি র‌্যালি ফরিদপুর জেলা প্রশাসক  কার্যালয় থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়। 

সুনামগঞ্জ
সুনামগঞ্জে শনিবার সকালে জেলা প্রশাসন, সুনামগঞ্জ ও মহিলাবিষয়ক অধিদফতরের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস  উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সকাল ১১টায় এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা ঘুরে ফের জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। 

এ সময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত চন্দ, জেলা মহিলাবিষয়ক অধিদফতরের উপপরিচালক এ জে এম রেজাউল আলম বিন আনছারসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক।

একই দিন বিকেল ৩টায় শহীদ জগৎজ্যোতি লাইব্রেরি মিলনায়তনে দিবসটি উপলক্ষে মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় বক্তারা বলেন- নারীরা আজ পিছিয়ে নয়। তাই, নারীদের প্রতি বৈষম্য করা যাবে না।

‘অধিকার’-এর সুনামগঞ্জ জেলা আহ্বায়ক মুহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন- রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক হাসান চৌধুরী, পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদ, মানবাধিকারকর্মী নুরুল হাসান আতাহার, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম পলাশ, স্বপ্ননীল মহিলা সংঘের সভাপতি মাহিন চৌধুরী, নারী উদ্যোক্তা রুশনা আক্তার ও অনির্বাণ মহিলা সংঘের সভানেত্রী শিল্পী বেগম প্রমুখ।

সৈয়দপুর
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালির আগে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, কামারপুকুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মুয়ীদ আলাল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুর নাহার শাহাজাদী।

উলিপুর
‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’- এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন- জাতীয় মহিলা সংস্থা উলিপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শংকর কুমার দেব শর্মা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা। 

নারী সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীনের সঞ্চালনায় এ সময় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের হিসাবরক্ষক বাবুল মিয়া, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম, শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।

মান্দা
‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রীতা রানী পাল, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর জাহাঙ্গীর আলম, তথ্য আপা সিরাজুম মুনিরা, কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সানোয়ার হোসেন, কসব  ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকতা আহম্মদ আলী, সাংবাদিক মাসুদ রানা, শাহজাহান আলী এবং মাহবুবুজ্জামান সেতু প্রমুখ।

জনপ্রিয়