ঢাকা রোববার, ০৯ মার্চ ২০২৫ , ২৪ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বরিশালের সব রুটে বাস চলাচল স্বাভাবিক

দেশবার্তা

আমাদের বার্তা, বরিশাল

প্রকাশিত: ২০:২৭, ৮ মার্চ ২০২৫

আপডেট: ২০:৩০, ৮ মার্চ ২০২৫

সর্বশেষ

বরিশালের সব রুটে বাস চলাচল স্বাভাবিক

রূপাতলী বাসস্ট্যান্ড (ফাইল ছবি)

বাস ও হিউম্যান হলার ‘মাহিন্দ্রা’ শ্রমিকদের দ্বন্দ্বের জেরে সাত ঘণ্টা বন্ধ থাকার পর বরিশালের অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল ফের শুরু হয়েছে। প্রশাসনের আশ্বাসে শনিবার সন্ধ্যা ৭টা থেকে বাস চলাচল ফের শুরু হয়।

শনিবার (৮ মার্চ) শ্রমিক দ্বন্দ্বের জেরে দুপুর সাড়ে ১২টায় বরিশালের অভ্যন্তরীণ ১৭ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। 

জানা যায়, শনিবার সকাল সাড়ে ১১টায় বরিশালের দপদপিয়ার খয়রাবাদ সেতু এলাকার চেকপোস্টে হিউম্যান হলার ‘আলফা মাহিন্দ্রা’ শ্রমিকেরা বাস মালিক সমিতির লাইন সম্পাদকসহ বেশ কয়েকজনের ওপর হামলা করেন। এ হামলার পর রূপাতলী বাস শ্রমিকেরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসেন। 

এরপর হামলার প্রতিবাদে শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে হামলাকারীদের আটকের দাবিতে বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ১৭টি রুটে বাস চলাচল বন্ধ করে দেন রূপাতলী বাস মালিক ও শ্রমিকেরা। এদিকে, বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয়, এই রুটে চলাচলকারী যাত্রীদের। 

রহিম নামে এক যাত্রী দৈনিক আমাদের বার্তাকে বলেন, ঝালকাঠি যাওয়ার জন্য এসেছিলাম। এসে শুনি বাস চলাচল বন্ধ। এতে চরম দুর্ভোগে পড়েছি! জানি না, কখন বাস চলাচল স্বাভাবিক হবে। তবে অফিসের কাজে তাড়াতাড়ি ঝালকাঠি না পৌঁছাতে পারলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। অন্যদিকে, বিকল্প যানবাহনগুলোতে অতিরিক্ত ভাড়া চাইছে। 

আবির নামে আরেক যাত্রী জানান, শনিবার সকাল ৮টায় মাকে নিয়ে ডাক্তার দেখাতে পিরোজপুর থেকে বরিশালে এসেছি। ডাক্তার দেখানো শেষে এসে দেখি, বাস চলাচল বন্ধ। অসুস্থ মাকে নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হলো। 

রূপাতলী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী দৈনিক আমাদের বার্তাকে বলেন, হামলাকারীদের আইনের আওতায় আনার দাবিতে কর্মবিরতি অব্যাহত ছিল। পরে প্রশাসনের আশ্বাসে সন্ধ্যার পর থেকে বাস চলাচল ফের শুরু হয়। সবকিছু বর্তমানে স্বাভাবিক। 

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বাস ও হিউম্যান হলার মাহিন্দ্রা শ্রমিকদের দ্বন্দ্বের ঘটনায় যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। বাস চলাচল বর্তমানে স্বাভাবিক। যাত্রীদের আর ভোগান্তি নেই।

জনপ্রিয়