
নেত্রকোনার পূর্বধলায় শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পরীক্ষায় অংশ নেওয়া স্কাউট সদস্যের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অন্তত ৭ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
শনিবার (৮ মার্চ) উপজেলার শ্যামগঞ্জের জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বিদ্যালয়ে ফেরার পথে এ ঘটনা ঘটে।
হামলায় আহত ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ৪ জনকে স্থানীয় পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এলাকাবাসী ও আহত শিক্ষার্থীরা জানায়, শনিবার পূর্বধলার শ্যামগঞ্জের জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ২০২৪ খ্রিষ্টাব্দের শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের পরীক্ষায় নেত্রকোনা সদর ও পূর্বধলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮৩ জন স্কাউট অংশগ্ৰহণ করে। পরীক্ষার পর দুপুরে বিদ্যালয়ে ফেরার পথে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর অতর্কিত এ হামলা হয়।
পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শরীরচর্চা) সৈয়দ মেহেদী হাসান জাহাঙ্গীর দৈনিক শিক্ষা ডটকমকে জানান, অতর্কিত হামলাকারীরা লোহার রড দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ হামলায় পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত আকন্দ (৯ম শ্রেণি), তানভীর আহমেদ (এসএসসি পরীক্ষার্থী), জুবায়েদ (১ম শ্রেণি), সোয়াদ মুহাম্মদ স্বচ্ছ (৯ম শ্রেণি), সাবিকুল হাসান মহৎ (৯ম শ্রেণি), খালিদ হোসেন আনবী (৯ম শ্রেণি) ও রাব্বী (এসএসসি পরীক্ষার্থী) আহত হয়।
তাদের উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে আরাফাত আকন্দ, তানভীর আহমেদ ও জুবায়েরের অবস্থা গুরুতর হওয়া তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
উপজেলা স্কাউসের সম্পাদক ও জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম দৈনিক শিক্ষা ডটকমকে বলেন, শিক্ষার্থীদের ওপর এরকম হামলার ঘটনা দুঃখজনক।তবে কারা এ হামলা চালিয়েছে আমি বলতে পারছি না।
পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নূরে আলম সিদ্দিকী দৈনিক শিক্ষা ডটকমকে বলেন, আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর বিনা কারণে হামলা করেছে আমি এর শাস্তি দাবি করছি। জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতির পূর্বধলা উপজেলা শাখার সভাপতি মো. বদরুজ্জামান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, স্কাউট পরীক্ষায় এ ধরনের হামলার ঘটনা খুবই লজ্জাজনক। দ্রুত এর সুরাহা হওয়া উচিত।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ দৈনিক শিক্ষা ডটকমকে বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার কথা শুনেছি। দ্রুত খোঁজ নিয়ে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।