ঢাকা সোমবার, ১০ মার্চ ২০২৫ , ২৫ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া শিশু উদ্ধার

দেশবার্তা

আমাদের বার্তা, নোয়াখালী

প্রকাশিত: ১০:৪৯, ৯ মার্চ ২০২৫

সর্বশেষ

বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া শিশু উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া শিশুটিকে অবশষে উদ্ধার করা সম্ভব হয়েছে।

শনিবার (৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার মিরওয়ারেশপুর ইউনিয়নের বেচার দোকান সংলগ্ন একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করেন র‌্যাব-১১ এর সদস্যরা। 

এর আগে এদিন দুপুর ১২টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে দুই মাস সাতদিন বয়সী ছেলে-শিশুটিকে চুরি করে নিয়ে যান বোরকা পরিহিত এক নারী।

শিশুটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।  

চুরি হওয়া নবজাতকের মায়ের নাম জান্নাতুল ফেরদৌস (১৯)। তিনি উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের চৌকিদার বাড়ির লিটন মিয়ার মেয়ে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে জান্নাতুল ফেরদৌস তার শিশু সন্তানসহ আব্দুর রহমান ও তার মা তাজনাহার বেগমের সঙ্গে ডাক্তার দেখাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। 

তাজনাহার বেগম চক্ষু বিভাগে ডাক্তার দেখাতে গেলে জান্নাতুল ফেরদৌস টিকিট কাটার জন্য শিশুসন্তানটিকে নিয়ে সিরিয়ালে দাঁড়ান। 

এ সময় ৪৫ বছর বয়সী কালো বোরকা পরিহিত একজন অপরিচিত নারী (তার সঙ্গে ৬/৭ বছরের একটি মেয়ে ছিল) জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে বাচ্চাটি কোলে নিয়ে তাকে টিকিট কাটার জন্য বলেন। 

জান্নাতুল ফেরদৌস সরল মনে তার শিশু সন্তানটিকে অপরিচিত নারী কোলে দিয়ে টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়ান। টিকিট কাটা শেষে তিনি তার সন্তানসহ ওই নারীকে না দেখে আশেপাশে খোঁজাখুঁজি করেন। তাকে না-পেয়ে পরে থানা পুলিশকে জানান।
 

জনপ্রিয়