
দোকান উদ্ধারে গিয়ে বিপাকে বিসিসি প্রশাসক
দখল হওয়া দোকান উদ্ধারে গিয়ে বিপাকে পড়েন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক রায়হান কাওসার।
শনিবার (৮ মার্চ) বিকেলে নগরীর গোড়াচাঁদ দাস রোডে এ ঘটনা ঘটে।
এ সময় তাকে বহনকারী গাড়ি ১৬ নম্বর ওয়ার্ড বিএনপি নেতাকর্মীরা ঘিরে ধরেন। তারা উচ্চবাচ্য করে প্রশাসককে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বিসিসির প্রশাসক।
স্থানীয়রা জানিয়েছেন, আওয়ামী শাসনামলে বিসিসির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী রাজিব খান নগর ভবনের টাকায় ব্যক্তিগত অফিস তোলেন। ২০২৪ খ্রিষ্টাব্দের ৫ আগস্ট ‘জুলাই অভ্যুত্থান’-এর পর ওই অফিসটি দখল করে নেন ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।
কয়েক দিন আগে বিসিসির এক জরুরি সভায় নগরীর ৩০টি ওয়ার্ডে একটি করে কাউন্সিলরদের জন্য স্থায়ী কার্যালয় তৈরির উদ্যোগ নেন প্রশাসক। এ কার্যক্রমের অংশ হিসেবে শনিবার গোড়াচাঁদ দাস রোডের ওই স্টল পরিদর্শনে যান প্রশাসক রায়হান কাওসার। তখন ১৬ নম্বর ওয়ার্ড বিএনপি নেতাকর্মীরা তাকে ঘিরে ধরে উচ্চবাচ্য করতে থাকেন।
ঘটনার সময় সেখানে উপস্থিত বিএনপি কর্মী মুরাদুল ইসলাম হিমেল জানান, স্থাপনাসংলগ্ন একটি জমি একজন চিকিৎসক কিনেছেন ক্লিনিক করার জন্য। সেটির সৌন্দর্য বৃদ্ধির জন্য কার্যালয়ের স্থাপনার জমি লিজ নেওয়ার পাঁয়তারা করছে ক্লিনিক কর্তৃপক্ষ। এলাকাবাসী এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।
এ বিষয়ে জানতে সন্ধ্যার পর বিসিসির প্রশাসক রায়হান কাওসারের মোবাইল ফোনে কল করা হলেও তিনি ফোনকল রিসিভ করেননি।
এদিকে, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, আমি ঢাকায় অবস্থান করছি। সে কারণে এ বিষয়ে আমি কিছু জানি না।