ঢাকা সোমবার, ১০ মার্চ ২০২৫ , ২৫ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ডাকাতির কবলে রাজশাহীর জামায়াত নেতারা, সর্বস্ব লুট

দেশবার্তা

আমাদের বার্তা, রাজশাহী

প্রকাশিত: ১২:০৬, ১০ মার্চ ২০২৫

সর্বশেষ

ডাকাতির কবলে রাজশাহীর জামায়াত নেতারা, সর্বস্ব লুট

ডাকাতির কবলে রাজশাহীর জামায়াত নেতারা, সর্বস্ব লুট

সিরাজগঞ্জে ডাকাতির কবলে সর্বস্ব হারিয়েছেন জামায়াতে ইসলামীর রাজশাহী শাখার নেতারা। অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে পৌনে এক লাখ টাকা, মোবাইল ফোনসেটসহ সর্বস্ব লুট করে নিয়ে গেছে।

রোববার (৯ মার্চ) রাত ৯টার দিকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কের ঝাঔল এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসটিতে এই ডাকাতির ঘটনা ঘটে। 

যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনার পর ড. মো. ওবায়দুল্লাহ বাদী হয়ে থানায় অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার রাতে ঢাকা থেকে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলনে অংশগ্রহণ শেষে রাজশাহীতে ফিরছিলেন জামায়াতের নেতারা। 

সিরাজগঞ্জ যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়ী ধান গবেষণা ইনস্টিটিউটের পশ্চিমে ঝাঔল এলাকায় পৌঁছালে হঠাৎ তাদের মাইক্রোবাস লক্ষ করে ডাকাত দল ঢিল ছোড়ে। শব্দ শুনে চাকা ফেটে গেছে ভেবে চালক গাড়িটি রাস্তার পাশে দাঁড় করান। এরপর মুহূর্তের মধ্যেই ৭ থেকে ৮ জনের একটি ডাকাত দল ধারালো অস্ত্র, রামদা, হাঁসুয়া, ডেগার ও লোহার রড নিয়ে এসে হামলা চালিয়ে সবাইকে জিম্মি করে এবং তাদের কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোনসেট ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

অভিযোগে বলা হয়, ডাকাতরা ড. ওবায়দুল্লাহর স্মার্টফোন, ফারুক মোহাম্মদ ইসমাইল আলমের নগদ ২৪ হাজার টাকা, গোলাম মোস্তফার দুটি স্মার্টফোন ও নগদ ১৮ হাজার টাকা, আ. আজিজের একটি মোবাইল ফোনসেট ও নগদ ৭ হাজার টাকা, শওকত আলীর একটি ফোন ও নগদ ৮ হাজার ৫শ টাকা এবং ড্রাইভার আশেক আল রহমানের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে।

যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম জানান, ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

এ ঘটনায় ভুক্তভোগীরা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং দ্রুত ডাকাতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।

জনপ্রিয়