ঢাকা সোমবার, ১০ মার্চ ২০২৫ , ২৫ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আদালত চত্বরে আইনজীবী- ছাত্র-জনতার সং*ঘর্ষ, আহত ৮

দেশবার্তা

আমাদের বার্তা, জামালপুর

প্রকাশিত: ১৭:৫৪, ১০ মার্চ ২০২৫

সর্বশেষ

আদালত চত্বরে আইনজীবী- ছাত্র-জনতার সং*ঘর্ষ, আহত ৮

জামালপুরে আদালত চত্বরে আইনজীবীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় দুই পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) দুপুরে জেলা আদালত চত্বরে আইনজীবী সমিতির সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, সম্প্রতি ইসলামপুর ও দেওয়ানগঞ্জে দুটি ধর্ষণের বিচারের দাবিতে শহরের দয়াময়ী চত্বরে মানববন্ধন করে ছাত্র-জনতা। মানববন্ধন শেষে ওই ধর্ষণ মামলা দুটির আসামি পক্ষের আইনজীবীদের সঙ্গে কথা বলতে যায় তারা।

এ সময় অভিযুক্ত এক আসামির বয়স কম দেখানোর বিষয়ে আইনজীবীর সঙ্গে ছাত্র-জনতার বাগবিতণ্ডা হয়। পরে তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে সিনিয়র আইনজীবী খলিলুর রহমান ও বারের সহসভাপতি আব্দুল আওয়াল ও শাহজাহান আলী এবং ছাত্রসহ অন্তত ৮ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা বলেন, ‘একটি নৃশংস ধর্ষণ মামলায় আসামির পক্ষে দাঁড়ানো মানে ভিকটিমের প্রতি অবিচার করা। আমরা এর প্রতিবাদ করতেই আদালতে এসেছিলাম।’

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিসাত রেজুয়ান বাবু বলেন, ‘আদালতে সবার ন্যায়বিচার চাওয়ার অধিকার রয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিন চাওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ন্যক্কারজনক।’

জনপ্রিয়