
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিঙ্কন মোল্লাকে গ্রফতার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ। গতকাল সোমবার বিকেলে লিঙ্কন মোল্লা গিমাডাঙ্গা পূর্ব পাড়ার নিজ বাড়িতে মায়ের সঙ্গে দেখা করতে আসলে পুলিশ তার অবস্থান টের পায়। লিঙ্কন বাড়ির দেয়াল টপকে পালালে পুলিশ পেছন পেছন ধাওয়া করে তাকে গ্রেফতার করে বলে টুঙ্গিপাড়া থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
টুঙ্গিপাড়া থানার সাব ইন্সপেক্টর মনির হোসেন বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লাকে খান সাহেব স্কুলের সামনে পুলিশের গাড়ি ভাঙচুর ঘটনায় টুঙ্গিপাড়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারনামীয় ৮০ নম্বার আসামি। তাকে দ্রুতই কোর্টে চালান করা হবে।
এদিকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সামছুল হক, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিঙ্কন মোল্লার গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।