
ডাকাতির মালামাল নিয়ে পালানোর সময় যুবলীগ নেতাসহ আটক ৫
ডাকাতি শেষে মালামাল নিয়ে নৌপথে পালিয়ে যাওয়ার সময় যুবলীগ নেতাসহ পাঁচজনকে আটক করেছে নৌপুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, ৩৭ রাউন্ড গুলি, ম্যাগজিন ও বেশকিছু ধারালো অস্ত্র জব্দ করেছে নাজিরপুর নৌপুলিশ।
আটক মহিউদ্দীন ওরফে রাইফেল মহিউদ্দীন (৩৮) বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুরের বাসিন্দা ও ওয়ার্ড যুবলীগ নেতা।
আটক বাকিরা হলেন- বিসিসির ১০ নম্বর ওয়ার্ডের বাবুল হাওলাদারের ছেলে হাবিব (২৩), বরিশালের গৌরনদীর সরিকল ইউনিয়নের কাণ্ডপাশা গ্রামের ইদ্রিস ফকির (৫৫), বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরফতেহপুর গ্রামের মৃত মালেক আকনের ছেলে ফিরোজ আকন (৪২) এবং আগরপুর ইউনিয়নের নতুন চরজাহাপুর গ্রামের ফরিদ ব্যাপারীর ছেলে সায়েম ব্যাপারী (২২)।
সোমবার (১০ মার্চ) বিকেলে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জহিরুল আলম জানান, সোমবার সকালে একটি খননযন্ত্র (ভেকু) ও পন্টুনসহ দুটি ট্রলারের করে ২০-২২ জন পালিয়ে যাচ্ছিল। মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর এলাকার আড়িয়ালখাঁ নদে এলে নাজিরপুর নৌপুলিশ তাদের আটক করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মুলাদী থানায় একটি মামলা দায়ের করেছে। তিনি বলেন, এর আগে ৮ মার্চ বিকেলে তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলমের ইটভাটা থেকে পন্টু ও ভেকু ডাকাতি করে।
এদিকে, আটকদের বরাত দিয়ে নৌপুলিশ জানায়, ৮ মার্চ ডাকাতি করা ভেকু ও পন্টুন কালকিনির কয়ারিয়া ইউনিয়নের নূর মোহাম্মাদ মোল্লার ইটভাটায় রাখা হয়। এরপর রোববার দিনগত রাতে পন্টুনের ওপর ভেকু তুলে দুটি ট্রলারে করে তারা মাদারীপুরের কালকিনি থেকে বাবুগঞ্জের দিকে পালাচ্ছিল। এরপর গোপন সংবাদের ভিত্তিতে আড়িয়াল খাঁ নদে অভিযান চালানো হয়। এসময় বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও ট্রলার ও অস্ত্র জব্দ করাসহ পাঁচজনকে আটক করা সম্ভব হয়।