ঢাকা বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৭ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

লাকসাম ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিল

দেশবার্তা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৫, ১১ মার্চ ২০২৫

আপডেট: ১২:৫৭, ১১ মার্চ ২০২৫

সর্বশেষ

লাকসাম ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিল

কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিল করেছেন সংগঠনটির একটি অংশ।

সোমবার (১০ মার্চ) লাকসাম পৌর সদরে ৫ আগস্টের আগে ত্যাগী, বঞ্চিত ও নির্যাতিত নেতাদের বিক্ষোভ ব্যানারে এ মিছিল করা হয়।

মিছিলটি লাকসামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজারের একটি অংশে এসে শেষ হয়। মিছিলে বঞ্চিত নেতা-কর্মী ও সমর্থকরা মাথায় সাদা কাপড় পরে অংশ নেন।

মিছিল শেষে প্রতিবাদ সভায় সংক্ষিপ্ত বক্তব্যে বঞ্চিতরা বলেন, সম্প্রতি লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্রদলের যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, সেটি একটি পকেট কমিটি। কমিটিতে ছাত্রলীগের পদে থাকা লোকদেরও স্থান দেওয়া হয়েছে। অনেক অছাত্রকেও রাখা হয়েছে কমিটিতে। বিগত দেড় যুগ ধরে সাবেক মন্ত্রী তাজুল ইসলামের নির্মম, নির্দয়তার রোষানলে পড়ে যারা দিনের পর দিন নির্যাতনের শিকার হয়েছেন, তাদের বাদ রেখে কমিটি ঘোষণা করা হয়েছে।

টাকার বিনিময়ে এই পকেট কমিটি ঘোষণা করা হয়েছে উল্লেখ করে বক্তারা আরও বলেন, লাকসাম-মনোহরগঞ্জের মাটি ও মানুষের জন্য দিনরাত পরিশ্রম করে যাওয়া বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামকে ভুল বুঝানো হয়েছে। আগামী তিন দিনের মধ্যে যদি এই পকেট কমিটি ভেঙে না দেওয়া হয় তাহলে লাকসামে অপ্রীতিকর ঘটনা ঘটবে। সেসব অপ্রীতিকর ঘটনার দায়ভার নিতে হবে আবুল কালামের আশপাশের লোকদের।

প্রসঙ্গত, গত ৯ মার্চ লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। ঘোষিত কমিটি দুটির বিলুপ্তি চেয়ে বিক্ষোভ মিছিল করেন বঞ্চিতরা।

জনপ্রিয়