ঢাকা বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৭ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু হচ্ছে দর্শনার্থী কার্ড 

দেশবার্তা

আমাদের বার্তা, বরিশাল

প্রকাশিত: ১৪:৫১, ১১ মার্চ ২০২৫

সর্বশেষ

বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু হচ্ছে দর্শনার্থী কার্ড 

ডা. এ কে এম মশিউল মুনীর

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু হচ্ছে দর্শনার্থী কার্ড। সম্পূর্ণ ডিজিটালাইজড পদ্ধতিতে পরবর্তী সপ্তাহে চালু হবে এ দর্শনার্থী কার্ড।

মঙ্গলবার (১১ মার্চ) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর এ তথ্য জানান।

এ কে এম মশিউল বলেন, চিকিৎসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালে যেন অতিরিক্ত দর্শনার্থী প্রবেশ না করতে পারেন, সেজন্য দর্শনার্থী কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, অতিরিক্ত দর্শনার্থী হাসপাতালে চিকিৎসার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হয়। হাসপাতালে চিকিৎসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালে যেন অতিরিক্ত দর্শনার্থী প্রবেশ না করতে পারে সেজন্য দর্শনার্থী কার্ড ব্যবস্থা চালু করা হবে। তবে হাসপাতালের ভিজিটিং আওয়ারে (বিকেল ৩টা থেকে ৫টা) দর্শনার্থী কার্ড ছাড়া হাসপাতালে প্রবেশ করতে পারবেন স্বজনেরা। হাসপাতালের পরিবেশ উন্নয়নে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

হাসপাতালের মেডিসিন ভবনের দায়িত্বে থাকা ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল বলেন, হাসপাতালের মেডিসিন ভবন অন্ধকার ও টয়লেট সমস্যা সমাধানের ব্যাপক কাজ করা হয়েছে।

সম্প্রতি, মেডিসিন ভবনে চিকিৎসক, সেবিকা ও রোগীদের জন্য একাধিক পৃথক টয়লেট ব্যবস্থা ও বিভিন্ন ওয়ার্ডে নতুন জানালার ব্যবস্থা করে অন্ধকার দুর করা সম্ভব হয়েছে। এরই ধারাবাহিকতায় এই ভবনে আরো সুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে পরবর্তী সপ্তাহের মধ্যেই দর্শনার্থী কার্ড বা গেট পাশের ব্যবস্থা চালু করা হবে। ইতোমধ্যে, দর্শনার্থী কার্ড সম্পর্কে নিয়ম ও শর্তাবলি ব্যানার আকারে হাসপাতালের বিভিন্ন স্থানে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

হাসপাতালের সরকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাহমুদ হাসান বলেন, দর্শনার্থী কার্ড ব্যবস্থা চালু হলে এই হাসপাতাল থেকে প্রতিদিন প্রায় ১২ হাজার দর্শনার্থীর চাপ কমে যাবে। পরবর্তী সপ্তাহে প্রাথমিকভাবে মেডিসিন ভবনে দর্শনার্থী কার্ড ব্যবস্থা চালু হবে। পর্যায়ক্রমে হাসপাতালে পুরো অন্তঃবিভাগে এই নিয়ম চলবে। 

তিনি আরো বলেন, কম্পিউটারে কোন রোগী কবে থেকে কয়টি দর্শনার্থী কার্ড ভোগ করছেন, সে তথ্য লিপিবদ্ধ করা থাকবে।

জানা গেছে, ১৯৬৮ খ্রিষ্টাব্দে ৩শ ৬০ শয্যার অবকাঠামো নিয়ে নির্মিত হয় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ৫৭ বছর পর হাসপাতালটির অবকাঠামোর তেমন কোনো উন্নতি হয়নি। কিন্তু দিন দিন বেড়েই চলেছে রোগীর সংখ্যা। বর্তমানে গড়ে প্রতিদিন নতুনভাবে ৭শ রোগী হাসপাতালে ভর্তি হন। ফলে, হাসপাতালে অন্তঃবিভাগে ভর্তি থাকেন প্রায় ৩ হাজার রোগী। 

প্রতিজন রোগীর সঙ্গে ৪/৫ জন দর্শনার্থী কিংবা স্বজন অবস্থান নেন হাসপাতালে। হাসপাতালে রোগী ও রোগীর স্বজনদের সংখ্যা বৃদ্ধি পেলেও সেই তুলনায় হাসপাতালের অবকাঠামোগত কোনো উন্নতি হয়নি। ফলে, মানুষের অতিরিক্ত চাপে হাসপাতালের টয়লেট ও পরিবেশ নোংরা হওয়াসহ সর্বক্ষেত্রেই সমস্যা হচ্ছে।  এরই পরিপ্রেক্ষিতে মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসার পরিবেশ নিশ্চিত করতে দর্শনার্থী কার্ড চালু হতে যাচ্ছে।

জনপ্রিয়