
আওয়ামী লীগকে নজরে রাখবো: রাঙ্গুনিয়ায় হুম্মাম কাদের
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, আমাদের সন্তানদের ও আমাদের যে কষ্ট দেওয়া হয়েছে, আমরা তা কাউকে দেবো না। তবে এই আওয়ামী লীগকে নজরে রাখবো।
মঙ্গলবার (১১ মার্চ) চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কাদের নগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সহযোগী সংগঠনের রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুম্মাম কাদের চৌধুরী বলেন, রাঙ্গুনিয়ার চার লাখ মানুষের মধ্যে দুই লাখ ৬০ হাজার ভোটার। আমাদের সবার পাশে দাঁড়াতে হবে। আমাদের চেষ্টা করতে হবে এই দুই লাখ ভোটের মধ্যে কমপক্ষে যেন দুই লাখ ভোট বিএনপির প্রতি নমনীয় ও বিএনপির আয়ত্তে থাকে।
হুম্মাম কাদের বলেন, ১৬ বছর শুধু আমি নই, এই ইফতার মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, তাদের অনেকেই কারো ঘরে ইফতার করতে পারেননি। দুশ্চিন্তা ছাড়া কোথাও দাওয়াত খেতে পারেননি। এই নোংরা রাজনীতি যেটা আওয়ামী লীগ করেছিল, সেটাতে আমরা বিশ্বাস করি না।
রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ মহসিনের সভাপতিত্বে এবং মাকসুদুর রহমান চৌধুরী মাসুদ ও মো. ফারুকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম (উত্তর) জেলা বিএনপি নেতা শওকত আলী নূর, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী, চট্টগ্রাম (উত্তর) জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো. ইউসুফ চৌধুরী, মো. নুরুল আমিন চেয়ারম্যান, মো. খোরশেদ আলম, মো. মসিউদ্দৌলা, মো. হেলাল উদ্দিন শাহ, এখতিয়ার হোসেন, মো. শহিদুল্লাহ, মো. আনছুর উদ্দিন, দিলদার হোসেন, শাহেদ কামাল, মাস্টার কামাল উদ্দীন, আনোয়ারুল হক, সৈয়দনূর কাজী নাজিম উদ্দীন, আবু বক্কর, হেলাল আহমদ প্রমুখ।
হুম্মাম কাদের চৌধুরী বলেন, যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছিলেন, তারাও আমাদের পরিবারের মানুষ। তবে আমার বাবা একটা কথা বলেছিলেন, সবাইকে বিশ্বাস করা যায়, তবে আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না।