ঢাকা বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৭ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

গৌরনদীতে ভ্যানে বাসের ধাক্কা, নিহত ২

দেশবার্তা

আমাদের বার্তা, বরিশাল

প্রকাশিত: ১৪:৫৯, ১২ মার্চ ২০২৫

সর্বশেষ

গৌরনদীতে ভ্যানে বাসের ধাক্কা, নিহত ২

গৌরনদীতে নিহত স্বপন খান ও আব্দুর রাজ্জাক

বরিশালের গৌরনদীতে ইঞ্জিনচালিত একটি ভ্যানকে পেছন থেকে যাত্রীবাহী একটি বাস দিলে ভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- ভ্যানচালক স্বপন খান (৬০) ও এর যাত্রী আব্দুর রাজ্জাক (৪৭)। 

স্বপন কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মৃত সুরাত খানের ছেলে এবং আব্দুর রাজ্জাক গৌরনদী পৌরসভার কর্মচারী ও দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (১১ মার্চ) দিনগত রাত ১টার দিকে উপজেলার মদিনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, যাত্রীবাহী একটি বাস ইঞ্জিনচালিত একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে এর চালক ও এক যাত্রী মহাসড়কে ছিটকে পড়েন। গুরুতর আহতাবস্থায় ওই দুইজনকে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি আমিনুর রহমান বলেন, ঘাতক বাসটি শনাক্ত এবং এর চালককে আটক করার জন্য থানায় জানিয়ে দেওয়া হয়েছে। 

জনপ্রিয়