ঢাকা বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৭ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ধ*র্ষণবিরোধী মিছিলে যুবকের বাধা

দেশবার্তা

আমাদের বার্তা, পিরোজপুর

প্রকাশিত: ১৬:০৪, ১২ মার্চ ২০২৫

সর্বশেষ

ধ*র্ষণবিরোধী মিছিলে যুবকের বাধা

পিরোজপুরে ধর্ষণের বিরুদ্ধে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে মো. ফরহাদ নামে এক যুবকের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে পিরোজপুর সিভিল সার্জন অফিসের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এ সময় ওই যুবক শিক্ষার্থীদের জয় বাংলা স্লোগান দিতে বলে এবং বিভিন্নভাবে উত্ত্যক্ত করে।

পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা বলেন, ‘সকাল ১০টার দিকে আমাদের মহিলা কলেজের সামনে শতাধিক শিক্ষার্থী মিলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে একটি মানববন্ধন করি।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরনো বাসস্ট্যান্ড ও সাঈদী ফাউন্ডেশন হয়ে আবার মহিলা কলেজের সামনে আসছিলাম। 
এ সময় সাঈদী ফাউন্ডেশনের সামনে থেকে এক যুবক আমাদের মিছিলের ভিডিও করতে থাকে এবং আমাদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকে। একপর্যায়ে ওই যুবক আমাদের জয় বাংলা স্লোগান দিতে বলে। আমরা তাকে ভিডিও করতে বাধা দিলে ও ভিডিও করা অবস্থায় তাকে আটকালে সে পালিয়ে যেতে চায়।

পরে স্থানীয়দের সহায়তায় আমরা তাকে সিভিল সার্জন অফিসের সামনে থেকে আটক করে পুলিশের হাতে তুলে দিই।’

এ বিষয়ে পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, ‘এক যুবক কলেজের মেয়েদের বিক্ষোভ মিছিলে উত্ত্যক্ত করে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিতে বলে। পুলিশের সুষ্ঠু বিচার নিশ্চিত করবে বলে আশ্বস্ত করেছে।'

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে এক যুবক শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে।

ওই যুবক পুলিশ হেফাজতে আছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয়